গল্পের ছবি দাগি। সেই গল্পে প্রাণ দিয়েছেন আফরান নিশো, তমা মির্জাসহ একঝাক তারকা। ফলে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অন্যতম ব্যবসায়িক ছবি হতে চলেছে এটি। যদিও প্রযোজক মুক্তির দ্বিতীয় দিনের মাথায় বলে দিয়েছেন দাগি সুপারহিট। মুক্তির ১২ দিন পরও তার আচ পাওয়া গেল। এখন সিনেমাটিরা হল বাড়ছে, দর্শক টানছে। প্রযোজক শাহরিয়ার শাকিল জানালেন, মুক্তির ১২ তম দিনে মাল্টিপ্লেক্সের সবগুলো শো হাউজফুল গিয়েছে দাগির। 

প্রযোজক জানান জানান, ঈদের দিন থেকে মাল্টিপ্লেক্সে সিনেমাটির ৩৪টি শো চলছিল। একদিন যেতে না যেতেই আরো ১০টি শো বাড়ানো হয়। পরে আরও বাড়। ১২ তম দিনে এসে মাল্টিপ্লেক্সে তো ভরপুর শো চলছেই সেই সাথে ঢাকার বাইরের হলগুলোতেও দাগি দর্শক টানছে।  আগামী সপ্তাহে ঢাকার বাইরেও দ্বিগুন হল বাড়বে বলে আমার বিশ্বাস।

এর আগে এক ঈদে 'পরাণ' ও 'হাওয়া' বেশ সাড়া ফেলেছিল। দর্শকরা খুব ভিড় করেছিলেন প্রেক্ষাগৃহে। তখনো ঈদকেন্দ্রিক ঢাকাই সিনেমা হঠাৎ ঘুরে দাঁড়িয়েছিল। বিরতির পর আবারও ঈদের সিনেমা দিয়ে ঘুরে দাঁড়িয়েছে প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে দাগি দারুণভাবে এগিয়ে চলেছে।

দাগি সিনেমার অভিনেত্রী তমা মির্জা বলেন,  আমাদের দেশে এখন অনেক ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। দর্শকরা ভালো গল্পের সিনেমা পেলে প্রেক্ষাগৃহে দেখতে যান। তার প্রমাণ বহুবার পাওয়া গেছে। 'দাগি' ঈদের প্রায় দুই সপ্তাহ পরও দারুণভাবে দর্শক টানছে। বিশেষ করে মাল্টিপ্লেক্সে দর্শকদের চাপ এখনও দারুণ। হাউজফুল যাচ্ছে সবগুলো শো। 

এদিকে শনিবার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় খোজ নিয়ে জানা যায় আজ দাগির কোনা টিকিট নেই। আগামী কালের অগ্রিম টিকিটও অলমোস্ট বিক্রি হয়ে যাচ্ছে। এখন অব্দি মাল্টিপ্লেক্সের এই চেইনে ৩০টির বেশি শো চলছে।

দাগি সিনেমা পরিচালনা করেছেন শিহাব শাহীন। নিশো-তমা ছাড়াও এতে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহিদুজ্জামান সেলিম, রামেদ মামুন অপুসহ অনেকেই।

এদিকে, ‘দাগি’র দর্শক রিভিউও বেশ ভালো। হল থেকে বের হয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন দর্শক। ভূয়সী প্রশংসা করছেন নিশো-তমাসহ অভিনয়শিল্পীদের। এ ছবিটিকে পাল্লা দিয়ে চলতে হচ্ছে শাকিব খানের মতো বড় তারকার ‘বরবাদ’ সিনেমার সঙ্গে, যা কি না শত হলে মুক্তি পেয়েছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আফর ন ন শ তম ম র জ ঈদ র স ন ম

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ