পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট, ‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়’
Published: 12th, April 2025 GMT
কিশোরগঞ্জ শহরের আলোচিত পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়েছে। শনিবার এতে ২৮ বস্তা টাকাসহ শত শত চিরকুট পাওয়া যায়। এসব চিরকুটে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার সঙ্গে রাজনৈতিক প্রত্যাশার কথা রয়েছে।
দুটি চিরকুট অনেকের দৃষ্টি কেড়েছে। এর একটিতে লেখা– ‘ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই’। এটি দানবাক্সে ফেলা হয়েছে ‘সাধারণ জনগণ’র পক্ষ থেকে। অন্যটিতে লেখা– ‘পাগলা চাচা, শেখ হাসিনা কোথায়’। এ চিরকুটে লেখকের নাম নেই। তবে ব্যঙ্গ করে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
দানবাক্সে পাওয়া চিরকুটগুলো প্রশাসনের কর্মকর্তারা কাউকে ধরতে দেন না। বিভিন্ন সময় মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশে দানবাক্সে কোনো ধরনের চিরকুট না ফেলতে মাইকে অনুরোধ জানায় কর্তৃপক্ষ। এখন চিরকুটের সংখ্যা কমলেও, একেবারে বন্ধ হয়নি।
স্থানীয়রা জানান, সাধারণ মানুষের বিশ্বাস, পাগলা মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। এ কারণে তাঁরা টাকা-পয়সা ও অলংকার দান করেন। অন্য ধর্মের মানুষও এখানে দান করে থাকেন।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তারের তত্ত্বাবধানে সকালে বাক্সগুলো খোলা হয়। গণনা শেষে সন্ধ্যায় জানানো হয়, এবার ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গেছে। কিছু বিদেশি মুদ্রা ও অলংকার পাওয়া গেছে। সর্বশেষ গত ৩০ নভেম্বর ১১ দানবাক্সে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গিয়েছিল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান প্রমুখ।
জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, চিরকুট বা চিঠি কাউকে দেখানো হয় না। কারণ এগুলো প্রচার হলে মানুষের মাঝে মসজিদ সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হয়।
তিনি জানান, দানবাক্সের টাকা রূপালী ব্যাংকে রাখা হয়। লভ্যাংশ থেকে অসহায় জটিল রোগীদের অনুদান দেওয়া হয়। মসজিদ কমপ্লেক্স মাদ্রাসার এতিম ছাত্রের খরচসহ মসজিদ পরিচালনার ব্যয় মেটানো হয়। জমানো অর্থে পুরুষ ও নারীদের নামাজের জন্য নতুন দুটি শেড নির্মাণ করা হবে। মসজিদ কমপ্লেক্স সম্প্রসারণের কাজও করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ দ নবক স মসজ দ
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।