কেরানীগঞ্জ কারাগারে ভিআইপি জোনে হামলার খবর বিভ্রান্তিমূলক: কারা অধিদপ্তর
Published: 12th, April 2025 GMT
‘কেরানীগঞ্জ কারাগারে ভিআইপি জোনে হামলা’ শীর্ষক ভিডিওটি বিভ্রান্তিমূলক বলে জানিয়েছে কারা অধিদপ্তর। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে কারা অধিদপ্তর বলেছে, সম্প্রতি তৌফিক মারুফ জার্নাল নামের একটি ইউটিউব চ্যানেল কেরানীগঞ্জ কারাগারে ভিআইপি জোনে হামলার একটি ভিডিও প্রচার করেছে, যা বিভ্রান্তিমূলক। কারা অধিদপ্তর এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদ জানাচ্ছে।
কারা অধিদপ্তর জানায়, এ ধরনের কোনো ঘটনা কেরানীগঞ্জসহ দেশের কোনো কারাগারে ঘটেনি। ভিআইপি বন্দীসহ সব বন্দীর নিরাপত্তা নিশ্চিতে কারা কর্তৃপক্ষ দৃঢ়প্রতিজ্ঞ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ আইপ
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//