‘কেরানীগঞ্জ কারাগারে ভিআইপি জোনে হামলা’ শীর্ষক ভিডিওটি বিভ্রান্তিমূলক বলে জানিয়েছে কারা অধিদপ্তর। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে কারা অধিদপ্তর বলেছে, সম্প্রতি তৌফিক মারুফ জার্নাল নামের একটি ইউটিউব চ্যানেল কেরানীগঞ্জ কারাগারে ভিআইপি জোনে হামলার একটি ভিডিও প্রচার করেছে, যা বিভ্রান্তিমূলক। কারা অধিদপ্তর এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদ জানাচ্ছে।

কারা অধিদপ্তর জানায়, এ ধরনের কোনো ঘটনা কেরানীগঞ্জসহ দেশের কোনো কারাগারে ঘটেনি। ভিআইপি বন্দীসহ সব বন্দীর নিরাপত্তা নিশ্চিতে কারা কর্তৃপক্ষ দৃঢ়প্রতিজ্ঞ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভ আইপ

এছাড়াও পড়ুন:

বিএনপির আস্থায় দুই বেয়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ