ফরিদপুরে মিক্সার প্লান্টে অগ্নিকাণ্ড, আহত ২ শ্রমিক
Published: 12th, April 2025 GMT
ফরিদপুরে সড়কের কাজে ব্যবহৃত পাথর, বিটুমিন ও গ্রিন অয়েল মিক্সারের সময় প্লান্টে বিস্ফোরণ ঘটে আগুন লেগে সব মালাপত্র পুড়ে গেছে। অগ্নিদগ্ধ হয়েছেন দুই শ্রমিক।
শুক্রবার ফরিদপুর বাইপাস সড়ক-সংলগ্ন জাহিদ সুপার মার্কেটের পেছনে মেসার্স জাহিদ মটর্সের স্লোপ প্লান্টে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দু’জনকে শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শহরের ব্রাহ্মণকান্দা এলাকায় বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানটি সড়কের কাজে ব্যবহৃত মিক্সার প্লান্ট স্থাপন করে। সেখানে পাথর, বিটুমিন ও গ্রিন অয়েল দিয়ে মিক্সিং করে সড়কের সংস্কার কাজ করা হয়ে থাকে। শুক্রবার দুপুরে মিক্সারের কাজ চলা অবস্থায় হঠাৎ প্লান্টের মটরে বিস্ফোরণ ঘটে। এতে আগুন ও ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। পাশে অবস্থিত জাহিদ শেখের আয়েশা অটোমোবাইলস ওয়ার্কশপ ও জাকির হোসেন মিন্টুর ওয়ার্কশপের দোকানে আগুন লেগে মালামাল পুড়ে যায়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এ দুর্ঘটনায় কর্মরত শ্রমিক আলামিন ও মোকসেদ গুরুতর আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত আলামিনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাইলাডাঙ্গা গ্রামে ও মোকসেদের বাড়ি একই উপজেলার বকুলনগর গ্রামে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: আগ ন
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫