নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম. মাহমুদ আলীকে বিশেষ সম্মাননা সনদ দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। শনিবার বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে ‘বাংলাদেশে স্থানিক পরিকল্পনার চর্চা এবং করণীয়’ বিষয়ক একটি আলোচনা সভা থেকে পরিকল্পনা পেশায় অর্জনের স্বীকৃতিস্বরূপ মাহমুদ আলীকে এ সম্মাননা দেওয়া হয়। 

এ সময় পরিকল্পনাবিদরা বলেন, নগর উন্নয়ন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিকল্পনাবিদদের দায়িত্ব পালনের কথা থাকলেও কখনো তা হয়নি। এমনকি সর্বোচ্চ পদেও পরিকল্পনাবিদ ছিলেন না। সম্প্রতি সরকারের অতিরিক্ত সচিব ও পরিকল্পনাবিদ এম.

মাহমুদ আলীকে এই পদে দায়িত্ব দেওয়ায় প্রতিষ্ঠানটিকে কার্যকর ভূমিকা রাখার একটি বড় সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এম মাহমুদ আলী, বিআইপির সাধারণ সম্পাদক শেখ মেহেদী আহসান, সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন ও পরিকল্পনাবিদ ড. মো. শফিক-উর রহমান প্রমুখ।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ