নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম. মাহমুদ আলীকে বিশেষ সম্মাননা সনদ দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। শনিবার বাংলামোটরের প্ল্যানার্স টাওয়ারে ‘বাংলাদেশে স্থানিক পরিকল্পনার চর্চা এবং করণীয়’ বিষয়ক একটি আলোচনা সভা থেকে পরিকল্পনা পেশায় অর্জনের স্বীকৃতিস্বরূপ মাহমুদ আলীকে এ সম্মাননা দেওয়া হয়। 

এ সময় পরিকল্পনাবিদরা বলেন, নগর উন্নয়ন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিকল্পনাবিদদের দায়িত্ব পালনের কথা থাকলেও কখনো তা হয়নি। এমনকি সর্বোচ্চ পদেও পরিকল্পনাবিদ ছিলেন না। সম্প্রতি সরকারের অতিরিক্ত সচিব ও পরিকল্পনাবিদ এম.

মাহমুদ আলীকে এই পদে দায়িত্ব দেওয়ায় প্রতিষ্ঠানটিকে কার্যকর ভূমিকা রাখার একটি বড় সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এম মাহমুদ আলী, বিআইপির সাধারণ সম্পাদক শেখ মেহেদী আহসান, সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন ও পরিকল্পনাবিদ ড. মো. শফিক-উর রহমান প্রমুখ।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শ্রমিক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের র‌্যালি

সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় নীট কনসার্নের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে নবীগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. আমিনুল ইসলাম শিপলু।

এতে আরও উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রোমান, মো. সজিব, মো. তুষার, মাহবুবুর রহমান মিলনসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মো. আমিনুল ইসলাম শিপলু বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আবুল কাউসার আশার নির্দেশনায় ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে। 


আমার শ্রমিক ভাইদের দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কাজ করে যাবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আমরা কখনও পিছপা হবো না।’
 

সম্পর্কিত নিবন্ধ