চেলসিকে চালাতে গিয়ে মালিকপক্ষের ক্ষতি ১৫ হাজার কোটি টাকা
Published: 13th, April 2025 GMT
চেলসির মাঠের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। প্রিমিয়ার লিগে এখন পয়েন্ট তালিকার ৫ নম্বরে আছে দলটি। তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও চেলসির অবস্থা সুবিধার নয়।
চেলসির মূল কোম্পানি ২২ হোল্ডকো লিমিটেডের বড় অঙ্কের আর্থিক ক্ষতির কথা সামনে এসেছে এবার। সর্বশেষ হিসাব অনুযায়ী, গত দুই মৌসুমে চেলসির মালিকের ক্ষতি পরিমাণ নাকি ১০০ কোটি পাউন্ডের (১ বিলিয়ন) বেশি।
২২ হোল্ডকো লিমিটেড নামের এই প্রতিষ্ঠানটি অবশ্য চেলসির পাশাপাশি আরসি স্ত্রাসবুর্গ এবং চেলসি নারী দলেরও মালিক। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, গত মৌসুমে ৪৪ কোটি ৫৫ লাখ পাউন্ড ক্ষতির শিকার হওয়া প্রতিষ্ঠানটির আগের মৌসুমে ক্ষতি হয়েছে ৬৫ কোটি ৩০ লাখ পাউন্ড। খেলোয়াড়দের পেছনে বেশি বিনিয়োগের কারণেই বিশাল অঙ্কের এই ক্ষতির মুখে পড়েছে ক্লাবটি।
আরও পড়ুনখেলোয়াড় বিক্রিতে শীর্ষে চেলসি, শীর্ষ দশে আরও যারা১০ ফেব্রুয়ারি ২০২৫২০২২ সালে টড বোয়েলি দায়িত্ব নেওয়ার পর চেলসি খেলোয়াড়দের পেছনে ১০০ কোটি পাউন্ডের ওপর বিনিয়োগ করেছে। এর মধ্যে তারা ১০ কোটি ৬৭ লাখ পাউন্ডে এনজো ফার্নান্দেজ, ময়েজেস কাইসেদোকে ১১ কোটি ৫০ লাখ পাউন্ডে, মিখাইলো মুদরিককে ৮ কোটি ৮০ লাখ পাউন্ডে এবং ৭ কোটি ৫০ লাখ পাউন্ডে কিনেছে ওয়েসলি ফোফানাকে।
চেলসির মালিক টড বোহেলি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ লস র ম
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।