মাসের ১৫-১৬ দিন আমি পান্তা খাই: সুনেরাহ
Published: 14th, April 2025 GMT
সিনেমা হলে চলছে সুনেরাহ বিনতে কামালের ছবি ‘দাগি’। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্র তার। চরিত্রটি নিয়ে দারুণ প্রশংসাও পাচ্ছেন তিনি। তা দাগি অভিনেত্রীর পহেলা বৈশাখ কেমন কাটছে?
সুনেরাহ জানালেন, দিনটিতে সাজগোজ করতে বেশ পছন্দ করেন, আর যেটা সবচেয়ে বেশি প্রিয় তা হচ্ছে পান্তা খাওয়া। পান্থাভাত তার অসম্ভব প্রিয়। বৈশাখ নিয়ে শৈশবে অন্যরকম উন্মাদনা কাজ করলেও তার খানিকটা এখনো তাঁর মধ্যে বিরাজমান বলেই জানালেন তিনি। সুনেরাহ জানান, এখনো পহেলা বৈশাখ তার কাছে ভীষণ প্রিয়।
সুনেরাহ বলেন, ‘পহেলা বৈশাখ মানেই তো উদযাপন। দিনটি দারুণভাব উদযাপন করি। সাজগোজ করা, পরিবারের সঙ্গে বসে পান্তা খাওয়া এবং এরপর বন্ধুদের সঙ্গে বাইরে বের হওয়া।এবারও পরিবারের সঙ্গেই বৈশাখ পালন করা হবে। বৈশাখে আমার সবচেয়ে প্রিয় পান্তা, ঝুরা বিফ, কাঁচা মরিচ, শুঁটকি ভর্তা, ইলিশ ভর্তা। এগুলো খাবোই। পান্তা আমার এত বেশি প্রিয় যে মাসের ১৫-১৬ দিন আমি পান্তা খাই। আমার কাছে ভালো লাগে। ভীষণ পান্তাপ্রিয় মানুষ আমি।’
দিনটিতেও অফিসে ছুটতে হয় সুনেরাহকে। দিনটি যেভাবে কাটবে তার ফিরিস্তি তুলে ধরলেন এভাবে.
উৎস: Samakal
কীওয়ার্ড: স ন র হ ব নত ক ম ল অভ ন ত র
এছাড়াও পড়ুন:
বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।
প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।
১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।
১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।
২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে