মাসের ১৫-১৬ দিন আমি পান্তা খাই: সুনেরাহ
Published: 14th, April 2025 GMT
সিনেমা হলে চলছে সুনেরাহ বিনতে কামালের ছবি ‘দাগি’। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্র তার। চরিত্রটি নিয়ে দারুণ প্রশংসাও পাচ্ছেন তিনি। তা দাগি অভিনেত্রীর পহেলা বৈশাখ কেমন কাটছে?
সুনেরাহ জানালেন, দিনটিতে সাজগোজ করতে বেশ পছন্দ করেন, আর যেটা সবচেয়ে বেশি প্রিয় তা হচ্ছে পান্তা খাওয়া। পান্থাভাত তার অসম্ভব প্রিয়। বৈশাখ নিয়ে শৈশবে অন্যরকম উন্মাদনা কাজ করলেও তার খানিকটা এখনো তাঁর মধ্যে বিরাজমান বলেই জানালেন তিনি। সুনেরাহ জানান, এখনো পহেলা বৈশাখ তার কাছে ভীষণ প্রিয়।
সুনেরাহ বলেন, ‘পহেলা বৈশাখ মানেই তো উদযাপন। দিনটি দারুণভাব উদযাপন করি। সাজগোজ করা, পরিবারের সঙ্গে বসে পান্তা খাওয়া এবং এরপর বন্ধুদের সঙ্গে বাইরে বের হওয়া।এবারও পরিবারের সঙ্গেই বৈশাখ পালন করা হবে। বৈশাখে আমার সবচেয়ে প্রিয় পান্তা, ঝুরা বিফ, কাঁচা মরিচ, শুঁটকি ভর্তা, ইলিশ ভর্তা। এগুলো খাবোই। পান্তা আমার এত বেশি প্রিয় যে মাসের ১৫-১৬ দিন আমি পান্তা খাই। আমার কাছে ভালো লাগে। ভীষণ পান্তাপ্রিয় মানুষ আমি।’
দিনটিতেও অফিসে ছুটতে হয় সুনেরাহকে। দিনটি যেভাবে কাটবে তার ফিরিস্তি তুলে ধরলেন এভাবে.
উৎস: Samakal
কীওয়ার্ড: স ন র হ ব নত ক ম ল অভ ন ত র
এছাড়াও পড়ুন:
৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট
চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।
আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।
আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ