সিনেমা হলে চলছে সুনেরাহ বিনতে কামালের ছবি ‘দাগি’। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্র তার। চরিত্রটি নিয়ে দারুণ প্রশংসাও পাচ্ছেন তিনি। তা দাগি অভিনেত্রীর পহেলা বৈশাখ কেমন কাটছে?

সুনেরাহ জানালেন, দিনটিতে সাজগোজ করতে বেশ পছন্দ করেন, আর যেটা সবচেয়ে বেশি প্রিয় তা হচ্ছে পান্তা খাওয়া।   পান্থাভাত তার অসম্ভব প্রিয়।   বৈশাখ নিয়ে শৈশবে অন্যরকম উন্মাদনা কাজ করলেও তার খানিকটা এখনো তাঁর মধ্যে বিরাজমান বলেই জানালেন তিনি। সুনেরাহ জানান, এখনো পহেলা বৈশাখ তার কাছে ভীষণ প্রিয়।

সুনেরাহ বলেন, ‘পহেলা  বৈশাখ মানেই তো উদযাপন। দিনটি দারুণভাব উদযাপন করি।   সাজগোজ করা, পরিবারের সঙ্গে বসে পান্তা খাওয়া এবং এরপর বন্ধুদের সঙ্গে বাইরে বের হওয়া।এবারও পরিবারের সঙ্গেই বৈশাখ পালন করা হবে। বৈশাখে আমার সবচেয়ে প্রিয় পান্তা, ঝুরা বিফ, কাঁচা মরিচ, শুঁটকি ভর্তা, ইলিশ ভর্তা। এগুলো খাবোই। পান্তা আমার এত বেশি প্রিয় যে মাসের ১৫-১৬ দিন আমি পান্তা খাই। আমার কাছে ভালো লাগে। ভীষণ পান্তাপ্রিয় মানুষ আমি।’

দিনটিতেও অফিসে ছুটতে হয় সুনেরাহকে। দিনটি যেভাবে কাটবে তার ফিরিস্তি তুলে ধরলেন এভাবে.

সকালে অফিস, তারপর বাসায় পরিবারকে সময় দিয়ে বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান অভিনেত্রী।

 

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন র হ ব নত ক ম ল অভ ন ত র

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ