Risingbd:
2025-11-04@01:28:43 GMT

শীর্ষে এনামুল-রাকিবুল

Published: 14th, April 2025 GMT

শীর্ষে এনামুল-রাকিবুল

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের রাউন্ড রবিন লিগের প্রথম পর্বের খেলা শেষে ব্যাটিং তালিকায় শীর্ষে রয়েছেন এনামুল হক বিজয়। বোলিংয়ে রয়েছেন রাকিবুল হাসান। লিগে যে কয়েকজন ক্রিকেটার ধারাবাহিক পারফর্ম করেছেন তাদের মধ্যে এগিয়ে এই দুই ক্রিকেটার। 

গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল ১১ ম্যাচে ৭২.৭৮ গড়ে ৬৫৫ রান করেছেন। স্ট্রাইক রেট ছিল ৯৬.

৮৯। ২ সেঞ্চুরির সঙ্গে ৪ ফিফটি এসেছে তার ব্যাটে। ব্যাটিং দু্যতি ছড়ানোর পাশাপাশি দুটি ডাকের ইনিংসও রয়েছে তার। আবাহনী লিমিটেডের স্পিনার রাকিবুল ১১ ম্যাচে ২৩ উইকেট পেয়েছেন ৪.০৭ ইকোনমিতে। যেখানে তার গড় ১৫.৪৮।

গাজী গ্রুপ ও আবাহনী সুপার লিগে উঠেছে। শিরোপা জয়ের সম্ভাবনাও রয়েছে দুই ক্লাবের। এনামুল ও রাকিবুল নিজেদের পারফরম্যান্স কোথায় নিয়ে যেতে পারেন সেটাই দেখার। 

আরো পড়ুন:

শাস্তি ও জরিমানা বাড়ল তাওহীদের, মোহামেডানের নিষেধাজ্ঞা তুলে নিতে আপিল

সুপার লিগে উঠল যারা

ব্যাটিংয়ে এনামুলের পর আছেন মোহাম্মদ নাঈম শেখ। লিগের এক ম্যাচে ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন প্রাইম ব্যাংকের এই ওপেনার। এছাড়া আরো একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি আছে তার নামের পাশে। সব মিলিয়ে ১১ ইনিংসে রান করেছেন ৬১৮। কিন্তু লিগে তার দল সুপার লিগে উঠতে পারেনি। ৬১.৮০ গড় ও ১২১.৮৯ স্ট্রাইক রেটে রান তুলেছেন বাঁহাতি ব্যাটসম্যান। 

পারভেজ হোসেন ইমন ১১ ইনিংসে ৫৬৯ রান করেছেন ২ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে। ৭১.১২ গড় ও ১০১.৬০ স্ট্রাইক রেট ছিল তার ব্যাটে। তার দু্যতি ছড়ানো ব্যাটিংয়ে উড়েছে আবাহনী। লিগে শীর্ষে থেকে নিশ্চিত করেছে সুপার লিগ। 

ব্যাটিংয়ে শীর্ষ পাঁচে রয়েছেন কাজী নুরুল হাসান সোহান ও সাদমান ইসলাম। ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সোহান ১১ ইনিংসে ৫২২ রান করেছেন ৫৮ গড় ও ৯৩.৫৪ স্ট্রাইক রেটে। ২টি সেঞ্চুরির সঙ্গে ২টি ফিফটি রয়েছে তার। নব্বইয়ের ঘরে গিয়ে একবার আউট হয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান। নয়তো সেঞ্চুরিতে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল তার। 

অগ্রণী ব্যাংকের ওপেনার সাদমান ৪৬৯ রান করেছেন। ১টি সেঞ্চুরির সঙ্গে ৩টি ফিফটি হাঁকিয়েছেন। জাতীয় টেস্ট দলের ওপেনার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি ভালোভাবেই সেরেছেন।

বোলিংয়ে রাকিবুলের পর রয়েছেন তাইজুল ইসলাম। মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্পিনার রাকিবুলের মতোই সমান ২৩ উইকেট পেয়েছেন। বোলিং গড় ও ইকোনমিতে পিছিয়ে দুইয়ে অবস্থান তাইজুলের। ১৮.১৭ গড় ও ৪.২৭ ইকোনমিতে বোলিং করেছেন তাইজুল। আবাহনীর অলরাউন্ডার মোসাদ্দেক ১১ ম্যাচে ২০ উইকেট পেয়েছেন। লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার শরিফুলও পেয়েছেন ২০ উইকেট। এছাড়া ২০ উইকেট পেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ডানহাতি পেসার আসাদুজ্জামান পায়েল।

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট প য় ছ ন র ন কর ছ ন

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ