রাজধানীর বংশালে সমাজকল্যাণ গলির একটি বাসা থেকে বিপ্লব গাজী (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

পুলিশ বলছে, বাসায় বিপ্লব গাজী একাই থাকতেন। তাঁর গলায় বৈদ্যুতিক তার এবং লুঙ্গি প্যাঁচানো ছিল। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল ৯৯৯–এ কল পেয়ে বিপ্লব গাজীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি বিছানায় পড়ে ছিল। দেখে মনে হয়েছে, শ্বাস রোধ করে তাঁকে হত্যা করা হয়েছে। এ ছাড়া তাঁর মাথায়, থুতনির ডান ও বাঁ পাশে এবং বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি যে কক্ষে ছিলেন, সেই কক্ষের বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল।

এসআই সহিদুল বলেন, বিপ্লব গাজী রাজশাহীর দুর্গাপুর উপজেলার বেলগরিয়া গ্রামের সোলেমান গাজীর ছেলে। কে বা কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে—এ বিষয়ে তদন্ত চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এইচএসসি ও সমমান উত্তীর্ণদের জন্য ৩ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য তিন কোটি টাকার মেগা স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

এ বিশেষ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা এখন দেশে থেকেই মালয়েশিয়ার ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন।

আধুনিক ও প্রযুক্তিনির্ভর ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস রাজধানীর বনানীতে অবস্থিত। এটি মালয়েশিয়া ও আন্তর্জাতিক শিক্ষকদের সমন্বয়ে বৈশ্বিক পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত।

এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় যোগ্য শিক্ষার্থীরা ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি পেতে পারেন, যা নির্ধারিত হবে তাঁদের এইচএসসি, সমমান ও ‘এ’ লেভেল পরীক্ষার ফল এবং একটি বিনা মূল্যের অনলাইন প্লেসমেন্ট টেস্টের মাধ্যমে। এই পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাঁদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের পথ উন্মুক্ত করতে পারবেন।

শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করে বিনা মূল্যে প্লেসমেন্ট টেস্টে অংশ নিতে পারবেন নিম্নলিখিত লিংকে: https://ucsi-scholarship-form.web.app/

বিস্তারিত তথ্য, ভর্তিপ্রক্রিয়া ও প্রোগ্রামগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://www.bangladesh.ucsiuniversity.edu.my/

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসি ও সমমান উত্তীর্ণদের জন্য ৩ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা
  • ‎নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩ পুলিশ আহত
  • দেশের প্রথম মালয়েশিয়ান ডিগ্রি ক্যাম্পাস: ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস
  • সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত