ধামরাইয়ে ৭৫ শ্রমিককে ছাঁটাই, প্রতিবাদে কর্মবিরতি
Published: 15th, April 2025 GMT
ঢাকার ধামরাইয়ে মাহমুদা আ্যাটায়ার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ৭৫ জন শ্রমিককে ছাঁটাইয়ের ঘটনায় কারখানায় কর্মবিরতি করেছে অন্য শ্রমিকরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় কারখানায় কর্মবিরতি করে তারা।
গত রবিবার (১৩ এপ্রিল) ৭৫ শ্রমিককে ছাঁটাই করা হয়। এ ছাঁটাই প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করে শ্রমিকরা।
শ্রমিকরা জানান, সম্প্রতি বিভিন্ন দাবি তোলার জের ধরে ৭৫ শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) কারখানা খোলার পর আদেশ প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। তবে কর্তৃপক্ষ তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিতে বলে। এ নিয়ে দিনভর আলোচনা হলেও কোনো সমাধান হয়নি।
আরো পড়ুন:
কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায়
কর্মক্ষেত্রে নিজেকে পেশাদার হিসেবে উপস্থাপন করার চার উপায়
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো.
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শ্রমিকদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে।
ঢাকা/আরিফুল/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।
আজ বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিস্তারিত আসছে...