পাঁচ দফা আদায়ে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
Published: 20th, October 2025 GMT
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন এবং পিআরসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
চলমান যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর) বায়তুল মোকাররম থেকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ বলেন, “পুরোনো বন্দোবস্তের নির্বাচনের মাধ্যমে দেশকে আগের পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের জনতা প্রতিহত করবে। জুলাইয়ের এত রক্ত ও জীবনের পরে কোন অবস্থাতেই আর কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তাই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। নির্বাচনের আগে গণভোট হতে হবে।”
মহাসচিব বলেন, “দেশের যা অবস্থা তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নাই। আমরা বলব, সরকারের আচরণের মাধ্যমে, সদিচ্ছার মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে।”
তিনি প্রশ্ন রেখে বলেন, “এত রক্তের মাধ্যমে অর্জিত জুলাই সনদের আইনি ভিত্তি দিতে সমস্যা কোথায়?”
একাত্মতা ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বিকেলে আন্দোলনরত শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পদ্মাপাড়ের জীবন
২ / ১০গৃহপালিত গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করতে নৌকায় করে যাচ্ছেন পদ্মাপাড়ের এক কৃষক দম্পতি