মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর বাগ্দত্তাকে জড়িয়ে ধরেন বেজোস
Published: 15th, April 2025 GMT
প্রথমবারের মতো শুধু নারীদের নিয়ে মহাকাশ ঘুরে এসেছে একটি মহাকাশযান। এই যাত্রায় ছয়জন নারী মহাকাশ ভ্রমণ করেছেন। তাঁদের মধ্যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ বেজোসের বাগ্দত্তা লরেন সানচেজও ছিলেন। বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশযানে করে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেন তাঁরা।
বাংলাদেশ সময় গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়নক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। ১১ মিনিট পর মহাকাশ ভ্রমণ করে তাঁরা পৃথিবীতে ফিরে আসেন। ক্যাপসুল থেকে বের হওয়ার পর লরেন সানচেজকে জড়িয়ে ধরতে দেখা গেছে জেফ বেজোসকে।
ওই যাত্রায় লরেন সানচেজ ছাড়াও মহাকাশযানে ছিলেন মার্কিন পপতারকা কেটি পেরি, মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের সাংবাদিক গেইল কিং, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ প্রকৌশলী আইশা বোয়ে, নাগরিক অধিকারকর্মী আমান্ডা নুয়েন ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্ন ফ্লিন।
মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে আসার অভিজ্ঞতা বর্ণনা করেন অভি গেইল কিং। তিনি বলেন, ফেরার পর পেটি কেরি গেয়ে ওঠেন লুই আর্মস্ট্রংয়ের গান ‘কী বিস্ময়কর পৃথিবী’।
পৃথিবীতে ফেরার পর কেটি পেরির হাতে একটি ডেইজি ফুল দেখা যায়। তাঁর মেয়ে ডেইজিকে স্মরণ করে মহাকাশ থেকে ফুলটি এনেছেন তিনি।
১৯৬৩ সালে রাশিয়ার নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভার একক মহাকাশযাত্রার পর এবারই প্রথম শুধু নারীদের নিয়ে মহাকাশে যায় কোনো মহাকাশযান। এরপর সফল অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসেন তাঁরা।
মানুষ নিয়ে মহাকাশের নিম্ন কক্ষপথে এ নিয়ে ১১ বারের মতো মহাকাশযান পাঠাল ব্লু অরিজিন। মহাকাশে বাণিজ্যিকভাবে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে কয়েক বছর ধরেই কাজ করছে ব্লু অরিজিন। এ ধরনের ভ্রমণে কত খরচ হয়, এটা নিয়ে প্রকাশ্যে এখনো কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। তবে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, এই প্রক্রিয়া শুরুর জন্য উপযুক্ত যাত্রীদের দেড় লাখ ডলার জমা দিতে হবে, যা ফেরতযোগ্য।
আরও পড়ুনমহাকাশ ঘুরে এলেন তারকা কেটি পেরিসহ ছয় নারী১৪ এপ্রিল ২০২৫২০২১ সালে ব্লু অরিজিন নিউ শেপার্ড মহাকাশযানের একটি আসনের জন্য সর্বোচ্চ ২ কোটি ৮০ লাখ ডলার দর হাঁকায়। ওই বছরই ‘স্টার ট্রেক’ অভিনেতা উইলিয়াম স্যাটনার ব্লু অরিজিনের মহাকাশযানে চড়ে বিনা মূল্যে মহাকাশ ভ্রমণ করেন।
এর তিন বছর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, মহাকাশ ভ্রমণের জন্য এই প্রতিষ্ঠান যাত্রীদের কাছ থেকে অন্তত ২ লাখ ডলার নেওয়ার পরিকল্পনা করছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র র পর
এছাড়াও পড়ুন:
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
আরো পড়ুন:
যে আসন থেকে লড়বেন তারেক রহমান
২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৩টি আসনে লড়বেন খালেদা জিয়া
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকা-৮ আসনের সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।”
বিএনপি মহাসচিব বলেন, “দিনাজপুর-৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকেও লড়বেন তিনি।”
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ