রাজধানীর হাজারীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম রুহুল আমিন তাসিন (২৫)। তিনি নিউমার্কেট এলাকার একটি দোকানে কাজ করতেন। আহত ব্যক্তিরা হলেন মো.

ফারুক (২৪) ও আসিক (২৪)। তাঁরাও দোকানকর্মী।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামমাক হোসেন বলেন, তিন বন্ধু একটি মোটরসাইকেলে চড়ে হাজারীবাগ এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।

মোটরসাইকেল চালাচ্ছিলেন রুহুল আমিন। পথে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিলে তাঁরা তিনজন রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রুহুল আমিনের মৃত্যু হয়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে; তবে চালক পালিয়ে গেছেন।  

এসআই আরও জানান, রুহুল আমিনের বাড়ি মাদারীপুর সদরে। বাবার নাম চান মিয়া। তিনি কামরাঙ্গীরচরের মাতবর বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র হ ল আম ন

এছাড়াও পড়ুন:

জাল টাকা বহন: ২ জনের ১৪ বছর কারাদণ্ড

ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে নুপুর বেগম ও জসিম খলিফা নামে  দুইজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম এ রায় দেন। 

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল উদ্ধার

খুলনায় নবজাতক চুরি: নারী গ্রেপ্তার 

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আক্কাস সিকদার রায়ের তথ্য জানিয়েছেন। দুই আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত নুপুর বেগম (৩৫) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার আল আমিন হাওলাদারের স্ত্রী এবং জসিম খলিফা (৩৬) ঝালকাঠির সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার ওয়াজেদ খলিফার ছেলে। 

ঝালকাঠি জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি রোড থেকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) সূবর্ণ চন্দ্র দের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১৯৬টি জালনোট, ৫০০ টাকার ২০০টি জালনোট ও ২০০ টাকার ৫টি জালনোট জব্দ করা হয়। 

এসআই সুবর্ণ চন্দ্র দে বাদী হয়ে দুইজনকে আসামি করে ঝালকাঠি থানায় মামলা করেন। 

রায় ঘোষণার সময় আসামি নুপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন। জসিম খলিফা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আরো মামলা রয়েছে। 

ঢাকা/অলোক/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • জাল টাকা বহন: ২ জনের ১৪ বছর কারাদণ্ড