রাজধানীর হাজারীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

হাজারীবাগ থানা পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম রুহুল আমিন তাসিন (২৫)। তিনি নিউমার্কেট এলাকার একটি দোকানে কাজ করতেন। আহত ব্যক্তিরা হলেন মো.

ফারুক (২৪) ও আসিক (২৪)। তাঁরাও দোকানকর্মী।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ছামমাক হোসেন বলেন, তিন বন্ধু একটি মোটরসাইকেলে চড়ে হাজারীবাগ এলাকায় একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন।

মোটরসাইকেল চালাচ্ছিলেন রুহুল আমিন। পথে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিলে তাঁরা তিনজন রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রুহুল আমিনের মৃত্যু হয়। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে; তবে চালক পালিয়ে গেছেন।  

এসআই আরও জানান, রুহুল আমিনের বাড়ি মাদারীপুর সদরে। বাবার নাম চান মিয়া। তিনি কামরাঙ্গীরচরের মাতবর বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র হ ল আম ন

এছাড়াও পড়ুন:

এইচএসসি ও সমমান উত্তীর্ণদের জন্য ৩ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য তিন কোটি টাকার মেগা স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

এ বিশেষ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা এখন দেশে থেকেই মালয়েশিয়ার ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন।

আধুনিক ও প্রযুক্তিনির্ভর ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস রাজধানীর বনানীতে অবস্থিত। এটি মালয়েশিয়া ও আন্তর্জাতিক শিক্ষকদের সমন্বয়ে বৈশ্বিক পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত।

এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় যোগ্য শিক্ষার্থীরা ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি পেতে পারেন, যা নির্ধারিত হবে তাঁদের এইচএসসি, সমমান ও ‘এ’ লেভেল পরীক্ষার ফল এবং একটি বিনা মূল্যের অনলাইন প্লেসমেন্ট টেস্টের মাধ্যমে। এই পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাঁদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের পথ উন্মুক্ত করতে পারবেন।

শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করে বিনা মূল্যে প্লেসমেন্ট টেস্টে অংশ নিতে পারবেন নিম্নলিখিত লিংকে: https://ucsi-scholarship-form.web.app/

বিস্তারিত তথ্য, ভর্তিপ্রক্রিয়া ও প্রোগ্রামগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://www.bangladesh.ucsiuniversity.edu.my/

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসি ও সমমান উত্তীর্ণদের জন্য ৩ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা
  • ‎নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩ পুলিশ আহত
  • দেশের প্রথম মালয়েশিয়ান ডিগ্রি ক্যাম্পাস: ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস
  • সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত