ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে রংপুর মহানগরে দোকান বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। 

বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সকল বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন তারা। পরে নগরীর সুপার মার্কেট চত্বরে সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে যোগ দিতে ফিলিস্তিনে গণহত্যা বিরোধী নানা ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হন ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষ।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলা-মহানগর দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের সভাপতি আকবর আলী। বক্তব্য দেন- মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফীসহ অন্য নেতারা।

আরো পড়ুন:

রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

বক্তারা বলেন, ফিলিস্তিনে শিশু, নারী, সাংবাদিক ও নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করে মানবতার বিরুদ্ধে নিকৃষ্টতম অপরাধ করছে ইসরায়েল। এর বিরুদ্ধে বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জোরালো প্রতিবাদ ও কার্যকর উদ্যোগ নিতে হবে। জাতিসংঘকে  বর্বরতা বন্ধে দ্রুত হস্তক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

তারা আরো বলেন, বিশ্ব মানবতার ফেরিওয়ালারা আজ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে, যখন ফিলিস্তিনে প্রতিদিনই রক্ত ঝরছে। এই ন্যায়বিচারহীনতার বিরুদ্ধে সোচ্চার না হলে মানবতা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাই বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করার আহ্বান জানান তারা।

সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া করেন এবং ইসরাইলি সব পণ্য বয়কটের ডাক দেন। 

ঢাকা/আমিরুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ