লাহোরের মালিক বললেন, ‘রিশাদ আমি তোমাকে ভালোবাসি’
Published: 16th, April 2025 GMT
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) উড়ছেন রিশাদ হোসেন। বাংলাদেশি লেগ স্পিনার প্রথমবার এই লিগে অংশ নিয়ে বল হাতে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। প্রথম ম্যাচে ৩ উইকেটের পর গতকাল (১৫ এপ্রিল) দ্বিতীয় ম্যাচেও তার শিকার ৩ উইকেট।
৬ উইকেট নিয়ে লাহোর কালান্দার্সের রিশাদ সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন শীর্ষে। তার এই অর্জনে দারুণ খুশি ফ্রাঞ্চাইজিটি। দলের অন্যতম মালিক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সামিন রানা ম্যাচ শেষে তাকে ড্রেসিংরুমে প্রশংসায় ভাসিয়েছেন। তার বিশ্বাস, শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারবেন বাংলাদেশি তরুণ।
সামিন রানা বলেছেন, ‘‘রিশাদ, আমি তোমাকে ভালোবাসি। তুমি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। আমি নিশ্চিত করে বলতে পারি, দিন যত যাবে টুর্নামেন্ট যত বড় হবে এবং শেষ পর্যায়ে যাবে তুমি উইকেট সংখ্যায় সবার শীর্ষেই থাকবে।’’
লাহোর গতকাল অনায়েস জয় পায় করাচি কিংসের বিপক্ষে। ৬৫ রানের ব্যবধানে জয় পাওয়া ম্যাচে রিশাদ ২৬ রানে পেয়েছেন ৩ উইকেট। যেখানে ছিল ১৪ ডট বল। ২টি করে চার ও ছক্কা হজম করেছেন। বাকিটা সময় তিনি দ্যুতি ছড়িয়েছেন ২২ গজে।
এর আগে পিএসএলে নিজের অভিষেক ম্যাচে ৩১ রানে ৩ উইকেট পেয়েছিলেন রিশাদ। সেই ম্যাচে দলের ‘গেম চেঞ্জার’ হিসেবে খেতাবও পেয়েছিলেন।
‘‘আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কী বলতে পারি.
ঢাকা/ইয়াসিন/নাভিদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল