নিজেদের জমি দান দেখিয়ে খাসজমিতে জাইকা অফিস
Published: 17th, April 2025 GMT
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে পানিসম্পদ প্রকল্পের একটি কার্যালয় স্থাপনে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন উপজেলার আদমপুর ইউনিয়নের চিকনারকান্দি গ্রামের মো. আল এমরান।
তিনি জালিয়াতির জন্য একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল করিম বাদল, তাঁর দুই ভাই মো.
লিখিত অভিযোগে এলাকায় ফজলুল করিম বাদল, তাঁর ভাই মো. আব্দুল কাদির ও সালাউদ্দিন সোহেলের পরিচিতি ভূমিদস্যু হিসেবে বলে উল্লেখ করা হয়। এতে বলা হয়, তিনজনের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে দুটি মামলা চলছে।
আল এমরানের অভিযোগে বলা হয়েছে, আদমপুর লাউড়া মৌজার ৩০৪ নম্বর খতিয়ানের ২২৪৭ নম্বর দাগে অবস্থিত ওই তিন ভাইয়ের ৬ শতাংশ জমি ২০১৫ সালের ১৭ নভেম্বর ২৫২৪ নম্বর দলিলমূলে স্থানীয় সরকার অধিদপ্তরাধীন পানিসম্পদ প্রকল্পের জন্য লিখে দেওয়া হয়। দলিলে প্রকল্পটির নাম ‘স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন বৃহত্তর ময়মনসিংহ সিলেট ফরিদপুর এলাকাধীন ক্ষুদ্রাকার পানিসম্পদ প্রকল্প’ লেখা। জাইকার অর্থায়নে প্রকল্পের কার্যালয়ের জন্য জমিটির দলিল করা হয়।
কিন্তু দলিলে যে জায়গার কথা উল্লেখ করা হয়েছে, সেখানে না করে কার্যালয়টি স্থাপন করা হয়েছে একই মৌজার আরএস ২২৩৬ দাগের সরকারি জমিতে। ফজলুল করিম বাদল ও তাঁর ভাইয়েরা সরকারি খরচে পাকা প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করে দোকান তৈরি করেন। তারা দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে এসব দোকানের ভাড়াও তুলছেন। অথচ ওই জায়গাটি গরু-ছাগলের হাট। সরকার এখান থেকে প্রতিবছর ৪০ লাখ টাকা রাজস্ব পেয়ে আসছিল। ওই কার্যালয়ের কারণে তা ব্যাহত হচ্ছে।
আল এমরানের ভাষ্য, ফজলুল করিম বাদল ও তাঁর ভাইয়েরা প্রভাবশালী। যে কারণে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না। চেয়ারম্যান থাকাকালীন বাদল জাইকা কার্যালয়ের জন্য বাজারের জমি দখল করেন। তাদের দান করা জায়গা নিজেদের দখলেই রয়ে গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক চেয়ারম্যান ফজলুল করিম বাদলের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দিলে তিনি ধরেননি। খুদে বার্তা পাঠালেও উত্তর মেলেনি। মোবাইল ফোনে অষ্টগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখব।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ প রকল প র জন য সরক র
এছাড়াও পড়ুন:
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১
মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩
দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/রতন/মাসুদ