রাজবাড়ীর পাংশা পৌরসভার মৌকুরি মোল্লাপাড়া গ্রামে না বলে গাছ থেকে আম পাড়ার অপরাধে মো. রাফি সরদার ওরফে রাব্বি (১০) নামের এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মো. রবিউল ইসলাম বাদী হয়ে আজ বৃহস্পতিবার পাংশা মডেল থানায় ওই মামলা করেন।

রাফি স্থানীয় মৌকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। শিশুটি বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অভিযুক্ত ব্যক্তি মো.

শামীম সরদার (৪৫) মৌকুরি মোল্লাপাড়া গ্রামের মৃত হবিবর সরদারের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে রাফিসহ তার বন্ধুরা প্রতিবেশী শামীমের গাছ থেকে কয়েকটি আম পাড়ে। বিষয়টি শামীম দেখে ফেলায় হাতেনাতে রাফিকে ধরে মারধর করেন। এমনকি বাড়ির উঠানে মেহগনিগাছের সঙ্গে গামছা দিয়ে রাফির দুই হাত বেঁধে শামীম নির্যাতন করেন। এ সময় রাফি কান্নাকাটি করতে থাকলে পরিবার ও স্থানীয় লোকজন উদ্ধার করতে শামীমের বাড়িতে ছুটে আসেন। এ সময় শামীম অবস্থা বেগতিক দেখে দৌড়ে পালিয়ে যান।

রবিউল ইসলাম বলেন, ‘আমার ছেলে তার বন্ধুদের সঙ্গে খেলার ফাঁকে প্রতিবেশী শামীমের গাছ থেকে দুটি আম পাড়ে। এ অপরাধে শামীম আমার ছেলেকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন এবং আমাকে ফোন দিয়ে হুমকি দেন। ভয়ে আমি সেখানে আর যাইনি। তবে পরিবারের অন্য লোকজন ও স্থানীয়রা সেখান থেকে আমার ছেলেকে উদ্ধার করে আনেন। আমার ছেলে অসুস্থ হওয়ায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

‎‎এ বিষয়ে জানতে অভিযুক্ত শামীমের বাড়িতে আজ দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে খোঁজ নিলে জানা যায়, শামীমসহ পরিবারের কেউ বাড়িতে নেই। পলাতক থাকায় কাউকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এবাদত হোসেন জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাফি নামের ওই শিশুকে হাসপাতালে আনা হয়। তার বাঁ পায়ে ও পিঠের ডান পাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়।

‎পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আমরা বুধবার রাতেই লিখিত অভিযোগ পেয়েছিলাম। কিছু সংশোধন থাকায় আজ সকালে অভিযোগ জমা দিলে মামলা হিসেবে রেকর্ড করা হয়। শিশুটি পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অভিযুক্তকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম র ছ ল পর ব র

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ