পাংশায় শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ
Published: 17th, April 2025 GMT
রাজবাড়ীর পাংশা পৌরসভার মৌকুরি মোল্লাপাড়া গ্রামে না বলে গাছ থেকে আম পাড়ার অপরাধে মো. রাফি সরদার ওরফে রাব্বি (১০) নামের এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মো. রবিউল ইসলাম বাদী হয়ে আজ বৃহস্পতিবার পাংশা মডেল থানায় ওই মামলা করেন।
রাফি স্থানীয় মৌকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। শিশুটি বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অভিযুক্ত ব্যক্তি মো.                
      
				
মামলার এজাহার ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে রাফিসহ তার বন্ধুরা প্রতিবেশী শামীমের গাছ থেকে কয়েকটি আম পাড়ে। বিষয়টি শামীম দেখে ফেলায় হাতেনাতে রাফিকে ধরে মারধর করেন। এমনকি বাড়ির উঠানে মেহগনিগাছের সঙ্গে গামছা দিয়ে রাফির দুই হাত বেঁধে শামীম নির্যাতন করেন। এ সময় রাফি কান্নাকাটি করতে থাকলে পরিবার ও স্থানীয় লোকজন উদ্ধার করতে শামীমের বাড়িতে ছুটে আসেন। এ সময় শামীম অবস্থা বেগতিক দেখে দৌড়ে পালিয়ে যান।
রবিউল ইসলাম বলেন, ‘আমার ছেলে তার বন্ধুদের সঙ্গে খেলার ফাঁকে প্রতিবেশী শামীমের গাছ থেকে দুটি আম পাড়ে। এ অপরাধে শামীম আমার ছেলেকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন এবং আমাকে ফোন দিয়ে হুমকি দেন। ভয়ে আমি সেখানে আর যাইনি। তবে পরিবারের অন্য লোকজন ও স্থানীয়রা সেখান থেকে আমার ছেলেকে উদ্ধার করে আনেন। আমার ছেলে অসুস্থ হওয়ায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত শামীমের বাড়িতে আজ দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে খোঁজ নিলে জানা যায়, শামীমসহ পরিবারের কেউ বাড়িতে নেই। পলাতক থাকায় কাউকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনও বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এবাদত হোসেন জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাফি নামের ওই শিশুকে হাসপাতালে আনা হয়। তার বাঁ পায়ে ও পিঠের ডান পাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি রাখা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘আমরা বুধবার রাতেই লিখিত অভিযোগ পেয়েছিলাম। কিছু সংশোধন থাকায় আজ সকালে অভিযোগ জমা দিলে মামলা হিসেবে রেকর্ড করা হয়। শিশুটি পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অভিযুক্তকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।