ঈদে শেকড়ের টানে শহরের মানুষ গ্রামে পরিবারের কাছে ফিরে যায়। এটা চেনা দৃশ্যপট। সেই পটভূমিকে অবলম্বন করে একটি পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘তোমাদের গল্প’। ঈদের দিন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এটি প্রচার হয়েছে। এতে রাতুল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। সাধারণ গল্পের এক অসাধারণ নাটকটি ১৬ দিনে ১৩ মিলিয়নের বেশি মানুষ দেখেছেন। নাটকটি দর্শক সাড়ায় উচ্ছ্বসিত এই অভিনেতা।

দর্শকের প্রতিক্রিয়া প্রসঙ্গে জোভান বলেন, ‘তোমাদের গল্প’ নাটকটি দর্শক সাড়ায় আমি অভিভূত। ইউটিউবে নাটকটি দেখে ভালোলাগার কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক সাড়া পাচ্ছি। সিনেমার অনেক অভিনেতাও কাজটির প্রশংসা করেছেন। দর্শক আসলে ভালো গল্পের নাটক দেখতে চায়, এটি বারবারই প্রমাণ হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি মন্তব্য পাচ্ছি। যারা নাটকটি দেখছেন, কোনো না কোনো মন্তব্য করছেন। নাটকের অভিনেতা হিসেবে চেষ্টা করছি, দর্শকের ভালোবাসার জবাব দেওয়ার। স্ক্রিনশর্ট নিয়ে স্টোরিতে পোস্ট করছি। দর্শকের এ ভালোবাসা আমাদের কাছে অনেক মূল্যবান। যারা কমেন্ট করছেন, তারা ভাববেন না যে আমরা মন্তব্যগুলো দেখিনি। সবার মন্তব্যই দেখি। ব্যস্ততার কারণে অনেকের মন্তব্যের জবাব দিতে পারিনি।’

নাটকে যুক্ত হওয়া ও কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জোভান আরও বলেন, ‘নির্মাতা মুহম্মদ মুস্তাফা কামাল রাজ ভাই এ নাটকটি পরিকল্পনা করেছেন ছয় মাস আগে। এটি একটি যৌথ পরিবারের গল্প। অনেক কাস্টিং জড়িত। সবার সঙ্গে নির্মাতা আলাদাভাবে বসেছেন। স্ক্রিপ্টে অনেক কারেকশন হয়েছে। এমনটি সেটে গিয়ে বদল হয়েছে স্ক্রিপ্ট। নির্মাতার কথা একটু আলাদা করে না বললেই নয়, শুটিংয়ে সবসময় সিন ধরে ধরে কাজ করেছেন। কিছু জায়গায় এমন সব কারেকশন দিয়েছেন, যে কারণে তাঁকে ধন্যবাদ দিতে বাধ্য হয়েছি। কয়েক বছর ধরে চেষ্টা করছি ভালো গল্পের নাটকে কাজ করতে। গল্পে যেন শিক্ষণীয় কিছু থাকে। ভুল সবারই হয়। এটি সত্যি যে, ক্যারিয়ারের শুরুতে মানহীন অনেক গল্পে কাজ করেছি। সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিণত করার চেষ্টা করেছি।’

জোভানের কথায়, ‘এই ঈদে পারিবারিক গল্পের নাটকটি দর্শকের পছন্দ হয়েছে। আগামী ঈদে একই ধাঁচের গল্পে যদি কাজ করি, সেটা দর্শকের নাও ভালো লাগতে পারে। একটি দৃশ্যে দেখা যায় আমি দাঁড়িয়ে আছি, সবাই কবর জিয়ারত করে চলে যাচ্ছে। ওই সিনে একা দাঁড়িয়ে থেকে আব্বা বলে ডাক দিয়েছি। ওই ডাকটি দর্শক বেশ পছন্দ করেছেন। আমার কাছে মনে হয়েছে, এটি আমি অনুভব করে ডেকেছি। মনে হয় এ রকম একটি সময়ে যদি আমি থাকতাম তাহলে কী করতাম। এটি আমার পছন্দের একটি দৃশ্য ছিল।’

এই অভিনেতা বলেন, ‘নাটকটিতে কাজ করতে গিয়ে প্রচুর রিহার্সেল করেছি। একটি দৃশ্য একটেকে নেওয়া হয়েছিল। এটি শিল্পীর জন্য একটি বিরাট চ্যালেঞ্জ ছিল। মিঠু [মনিরা মিঠু] আপাকে ধন্যবাদ দিতে চাই। কারণ, তাঁর জন্য আমার অভিনয় অনেক ভালো হয়েছে।’

‘শুধু তোমাদের গল্প’ নয়, প্রতিবারের মতো একাধিক নাটক দিয়ে দর্শকদের সামনে আসেন জোভান। এবারও এর ব্যতিক্রম হয়নি। তাঁর অভিনীত ‘হৃদয়ের এক কোণে’সহ একাধিক নাটক ট্রেন্ডিংয়ে ছিল। নিজের কাজের বাইরেও ঈদে একাধিক কাজ দেখেছেন জোভান। সিনেমা হলেও ঢুঁ মেরেছন।

নানা ব্যস্ততার ফাঁকে সিয়াম আহমেদের অভিনীত ‘জংলি’ সিনেমাটি দেখেছেন তিনি। বন্ধু সিয়ামের অভিনীত এ সিনেমাটি নিয়ে তাঁর আগ্রহ ছিল অনেক দিনের। জোভান একা নয় তাঁর সঙ্গে স্ত্রী সাজিন আহমেদ, অভিনয়শিল্পী সাফা কবির, মুমতাহিনা টয়া, সৈয়দ জামান শাওনসহ অনেকেই ছিলেন। অভিনয়ের শুরুটা একসঙ্গে। ক্যারিয়ারের শুরু থেকেই পথচলাটা। পরে হয় বন্ধুত্ব। সিনেমা দেখে ১০-এ কত দেবেন বন্ধুকে?

এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি সিয়ামকে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য ১০-এ ৯ দেব। সিনেমাটি দেখে সাফা, টয়া, শাওন তাদের চোখেও পানি এসেছে। আমি ও আমার স্ত্রীর কান্না পেয়েছে। দর্শকদের অনুভূতিকে ধরতে পারা, এটা ভালো অভিনয়ের মাধ্যমেই সম্ভব। এবার সত্যি বলতে নতুন এক সিয়ামকে পর্দায় দেখেছি। সিয়ামকে বন্ধু হিসেবে নয়, একজন সাধারণ দর্শক হিসেবে এ রেটিং দিয়েছি। চরিত্র নিয়ে সে অনেক পরিশ্রম করেছে। পর্দায় তাঁকে দেখে আমি বুঝেছি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ন টক অভ ন ত ক জ কর কর ছ ন ন টকট

এছাড়াও পড়ুন:

ঢাকায় জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ, কোথায়, কখন, কোন দল

ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীসহ সাতটি দল।

বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করবে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে।

প্রায় অভিন্ন দাবিতে সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে দলগুলোর।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই কর্মসূচি পালন করবে। সাতটি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় অভিন্ন। দাবিগুলো হচ্ছে

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু করা

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নিশ্চিত করা

বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সাড়ে চারটায় জামায়াত

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে জানিয়েছেন, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।

বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।জোহরের পর ইসলামী আন্দোলন

জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলে নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করেছে।

জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।আসরের পর বাংলাদেশ খেলাফত মজলিস

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। গতকাল এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া খেলাফত মজলিস বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে। এতে দলের মহাসচিব আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেবেন।

একই সময়ে, একই জায়গায় মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলনও। বিকেল চারটায় একই জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আসর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজধানীর মধ্য এলাকায় একযোগে সাতটি দলের বিক্ষোভের কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের সমাগমে সড়কে যানজটের সৃষ্টি হতে পারে। এ জন্য নগরবাসী দুর্ভোগের সম্মুখীন হতে পারেন। যদিও আজ ও আগামীকাল সকালে বিসিএস পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য এই সাত দল কর্মসূচি বিকেলে করার সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।

সম্পর্কিত নিবন্ধ