বগুড়ায় পুলিশের ওপর হামলার মামলায় ১৪ আসামি কারাগারে
Published: 17th, April 2025 GMT
বগুড়ায় পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ১৪ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদর থানা-পুলিশ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠায়। এর আগে বুধবার রাতে শহরের দত্তবাড়ি ব্রিজ ও চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কারাগারে পাঠানো আসামিরা হলেন আল আমিন ব্যাপারী, রোহাস ইসলাম, তানজিল ইসলাম, তৌহিদ ইসলাম, মোস্তাক আলী, শাহিন, আবদুল মজিদ, সেলিম, তোতা, রনি, সবুজ ব্যাপারী, হামেদুল, পাইলট ও জুম্মান। তাঁরা সবাই বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা।
বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জুবায়েদ হোসেন বলেন, গ্রেপ্তার ১৪ জনই ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির চার পুলিশ সদস্যের ওপর হামলা মামলার আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে গত মঙ্গলবার রাতে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই আবদুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্য আহম্মেদ আলী, মিলন ও আনোয়ার কালীতলা এলাকায় যান। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় এসআই আবদুর রহমান বাদী হয়ে ৯০ জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার ১৪ আসামিকেই কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এইচএসসি ও সমমান উত্তীর্ণদের জন্য ৩ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য তিন কোটি টাকার মেগা স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।
এ বিশেষ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা এখন দেশে থেকেই মালয়েশিয়ার ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন।
আধুনিক ও প্রযুক্তিনির্ভর ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস রাজধানীর বনানীতে অবস্থিত। এটি মালয়েশিয়া ও আন্তর্জাতিক শিক্ষকদের সমন্বয়ে বৈশ্বিক পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত।
এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় যোগ্য শিক্ষার্থীরা ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি পেতে পারেন, যা নির্ধারিত হবে তাঁদের এইচএসসি, সমমান ও ‘এ’ লেভেল পরীক্ষার ফল এবং একটি বিনা মূল্যের অনলাইন প্লেসমেন্ট টেস্টের মাধ্যমে। এই পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাঁদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের পথ উন্মুক্ত করতে পারবেন।
শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করে বিনা মূল্যে প্লেসমেন্ট টেস্টে অংশ নিতে পারবেন নিম্নলিখিত লিংকে: https://ucsi-scholarship-form.web.app/
বিস্তারিত তথ্য, ভর্তিপ্রক্রিয়া ও প্রোগ্রামগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://www.bangladesh.ucsiuniversity.edu.my/