চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চুরির অপবাদে এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের পর শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত ওই যুবককে নির্যাতন করা হয় বলে অভিযোগ।

ভুক্তভোগীর নাম বজলু ফারাজী (৩৫)। তিনি উপজেলার কুমারী ফারাজীপাড়ার পচা ফারাজীর ছেলে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করে পুলিশে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত ৩টার দিকে স্থানীয় কালু নামের এক ব্যক্তি প্রকৃতির ডাকে সারা দিতে উঠলে বজলুকে পার্শ্ববর্তী একটি বাড়িতে ম্যাক্সির কাপড় চুরি করতে দেখেন। এসময় তিনি বজলুকে পেছন থেকে ধরে ফেলেন। পরে ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন এসে বজলুকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। একপর্যায়ে অজ্ঞাত এক ব্যক্তি বজলুর শরীরে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে পুলিশে দেন।

আরো পড়ুন:

কুয়েটের সাবেক ভিসি-প্রোভিসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ইউএনওর সামনে কর্মচারীদের মারধরের অভিযোগ

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘‘চুরির অপবাদে স্থানীয় জনতার হাতে আটক ও নির্যাতনের শিকার যুবক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/মামুন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর অভ য গ য বকক

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ