গাজীপুরের টঙ্গীতে দুই শিশুসন্তান মালিহা আক্তার (৬) ও মো. আবদুল্লাহ ইবনে ওমরকে (৪) বঁটি দিয়ে কুপিয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মা আলেয়া বেগম।

আজ রোববার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুমন মিয়ার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আলেয়া বেগম।

মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল রুম্মান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আলেয়া বেগম আদালতে বলেছেন, হঠাৎই তাঁর মাথায় কী যেন একটা হয়েছে। তখন মনে হয়েছে তাদের কোপাতে। পরে তিনি বাসার বঁটি দিয়ে তাদের কোপান। ২০ মিনিট পর হুঁশ ফিরে দেখেন, তিনি দুই সন্তানকে মেরে ফেলেছেন। তাঁর ভুল হয়ে গেছে।

মালিহা আক্তার ও আবদুল্লাহ ইবনে ওমরের বাবা আবদুল বাতেন মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি এলাকায়। পরিবার নিয়ে তিনি আরিচপুর জামাইবাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকেন। গত শুক্রবার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে তাঁর দুই সন্তানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে মা আলেয়া বেগমকে আটক করা হয়। শনিবার বাতেন মিয়া টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করেছেন।

পুলিশ জানায়, টঙ্গীর আরিচপুরের যে বাড়িতে ওই পরিবার ভাড়া থাকত, সেখানে আশপাশে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা আছে। এসব ক্যামেরার ফুটেজ থেকে দেখা গেছে, ঘটনাটি যে সময়ে ঘটেছে, ওই সময়ের মধ্যে তাঁদের ঘরে বা ফ্ল্যাটে আলেয়া বেগম ছাড়া আর কেউ যাতায়াত করেননি। এ ছাড়া ঘটনার পর আলেয়া নিজেই পাশের বাড়ি থেকে তাঁর দুই দেবরকে ডেকে নিয়ে আসেন। তাঁর কথাবার্তা অসংলগ্ন হওয়ায় সন্ধ্যায় তাঁকে আটক করে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। ওই সময় তাঁর হাতে কাটা দাগ দেখে পুলিশের সন্দেহ বাড়ে। একপর্যায়ে মধ্যরাতে আলেয়া বেগম তাঁর দুই সন্তানকে হত্যা করার কথা স্বীকার করেন।

এসআই আবদুল্লাহ আল রুম্মান জানান, নিহত দুই শিশু সন্তানের মা আলেয়া বেগমকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আবদ ল ল হ

এছাড়াও পড়ুন:

এইচএসসি ও সমমান উত্তীর্ণদের জন্য ৩ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য তিন কোটি টাকার মেগা স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

এ বিশেষ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা এখন দেশে থেকেই মালয়েশিয়ার ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন।

আধুনিক ও প্রযুক্তিনির্ভর ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস রাজধানীর বনানীতে অবস্থিত। এটি মালয়েশিয়া ও আন্তর্জাতিক শিক্ষকদের সমন্বয়ে বৈশ্বিক পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত।

এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় যোগ্য শিক্ষার্থীরা ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি পেতে পারেন, যা নির্ধারিত হবে তাঁদের এইচএসসি, সমমান ও ‘এ’ লেভেল পরীক্ষার ফল এবং একটি বিনা মূল্যের অনলাইন প্লেসমেন্ট টেস্টের মাধ্যমে। এই পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা তাঁদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্কলারশিপ নিয়ে আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের পথ উন্মুক্ত করতে পারবেন।

শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধন করে বিনা মূল্যে প্লেসমেন্ট টেস্টে অংশ নিতে পারবেন নিম্নলিখিত লিংকে: https://ucsi-scholarship-form.web.app/

বিস্তারিত তথ্য, ভর্তিপ্রক্রিয়া ও প্রোগ্রামগুলো সম্পর্কে জানতে ভিজিট করুন:
https://www.bangladesh.ucsiuniversity.edu.my/

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসি ও সমমান উত্তীর্ণদের জন্য ৩ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা
  • ‎নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩ পুলিশ আহত
  • দেশের প্রথম মালয়েশিয়ান ডিগ্রি ক্যাম্পাস: ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস
  • সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত