Risingbd:
2025-11-03@21:16:56 GMT

‘ভুল’ বলে দায় এড়ালো ইসরায়েল

Published: 20th, April 2025 GMT

‘ভুল’ বলে দায় এড়ালো ইসরায়েল

ফিলিস্তিনি জরুরি সেবা কর্মীদের নির্বিচারে গুলি করে হত্যার ঘটনাকে ‘ভুল’ বলে দায় এড়িয়ে গেছে ইসরায়েল। রবিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এই দায় এড়ানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘নির্দেশ লঙ্ঘনের’ কারণে গত মাসে গাজায় ১৫ জন জরুরি কর্মী নিহত হয়েছেন।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এই ঘটনার তদন্তে বেশ কিছু ব্যর্থতা পাওয়া গেছে। ‘তদন্তের সময় অসম্পূর্ণ এবং ভুল প্রতিবেদন প্রদানের জন্য’ জড়িত ইউনিটের ডেপুটি কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।

২৩ মার্চ ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং একটি দমকলের ট্রাকের কনভয়ে থাকা ১৪ জন জরুরি কর্মী এবং একজন জাতিসংঘ কর্মীকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। হত্যাকাণ্ডের পর লাশ ও অ্যাম্বুলেন্স দুটি মাটিচাপা দেয় ইসরায়েলি সেনারা। এ ঘটনার এক সপ্তাহ পরে জাতিসংঘের কর্মীরা এই লাশগুলো উদ্ধার করে।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তাদের সেনারা শত্রু বাহিনীর হুমকির সম্মুখীন হয়েছে ভেবে গুলি চালিয়েছে। তাদের তদন্তে দেখা গেছে যে নিহতদের মধ্যে ছয়জন হামাস সদস্য ছিলেন।

তবে নিহতদের নাম সরকারি ওয়েবসাইটেই রয়েছে। তাদের সঙ্গে হামাসের সাথে কোনো সম্পৃক্ততার প্রমাণ উপস্থাপন করতে পারেনি ইসরায়েলি বাহিনী।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল তদন ত

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ