আইপিএলে ৬ ম্যাচে ৮৪ রান। ‘সুপার ফ্লপ’ রোহিত শর্মাকে দেখে ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ বলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিজয়ী ভারত অধিনায়কের অবসরের সময় এসে গেছে।

শেবাগের কথাই কী তাঁতিয়ে দিল রোহিতকে! এরপর প্রথমবার খেলতে নেমেই যে দারুণ এক ফিফটি পেয়ে গেলেন মুম্বাই ইন্ডিয়ানস ওপেনার। প্রথম ছয় ম্যাচের রান একদিনেই প্রায় করে ফেললেন রোহিত। ৪৫ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৬ রান করেছেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। আর তাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেটের ক্লাসিকোতে চেন্নাই সুপার কিংসকে ৯ উইকেটে হারিয়েছে রোহিতের মুম্বাই।

রবীন্দ্র জাদেজা (৩৫ বলে অপরাজিত ৫৩) ও শিবম দুবের (৩২ বলে ৫০) দুই ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৭৬ রান তুলেছিল চেন্নাই। রানটা ২৬ বল হাতে রেখেই পেরিয়ে অষ্টম ম্যাচে চতুর্থ জয় পেয়েছে মুম্বাই। পাঁচবারের চ্যাম্পিয়নরা ৮ পয়েন্ট নিয়ে আছে ছয়ে। অন্যদিকে সমান ম্যাচে ষষ্ঠ হারের দেখা পাওয়া আরেক পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই আছে দশ দশের মধ্যে দশে।

রান তাড়ায় রায়ান রিকেলটনকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৬.

৪ ওভারে ৬৩ রান যোগ করেন রোহিত। দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার ব্যাটসম্যান রিকেলটন ১৯ বলে ২৪ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হওয়ার পর নামেন সূর্যকুমার যাদব।

রোহিতের মতো সূর্যকুমারও ফিরেছেন এবারের আইপিএল নিজের সর্বোচ্চ ইনিংস খেলে। ৩০ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করেছেন ‘স্কাই’।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ