৬ ম্যাচে ৮৪ করা রোহিতের ব্যাটে এক ম্যাচেই ৭৬ রান
Published: 20th, April 2025 GMT
আইপিএলে ৬ ম্যাচে ৮৪ রান। ‘সুপার ফ্লপ’ রোহিত শর্মাকে দেখে ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ বলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিজয়ী ভারত অধিনায়কের অবসরের সময় এসে গেছে।
শেবাগের কথাই কী তাঁতিয়ে দিল রোহিতকে! এরপর প্রথমবার খেলতে নেমেই যে দারুণ এক ফিফটি পেয়ে গেলেন মুম্বাই ইন্ডিয়ানস ওপেনার। প্রথম ছয় ম্যাচের রান একদিনেই প্রায় করে ফেললেন রোহিত। ৪৫ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৬ রান করেছেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। আর তাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেটের ক্লাসিকোতে চেন্নাই সুপার কিংসকে ৯ উইকেটে হারিয়েছে রোহিতের মুম্বাই।
রবীন্দ্র জাদেজা (৩৫ বলে অপরাজিত ৫৩) ও শিবম দুবের (৩২ বলে ৫০) দুই ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৭৬ রান তুলেছিল চেন্নাই। রানটা ২৬ বল হাতে রেখেই পেরিয়ে অষ্টম ম্যাচে চতুর্থ জয় পেয়েছে মুম্বাই। পাঁচবারের চ্যাম্পিয়নরা ৮ পয়েন্ট নিয়ে আছে ছয়ে। অন্যদিকে সমান ম্যাচে ষষ্ঠ হারের দেখা পাওয়া আরেক পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই আছে দশ দশের মধ্যে দশে।
রান তাড়ায় রায়ান রিকেলটনকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৬.
রোহিতের মতো সূর্যকুমারও ফিরেছেন এবারের আইপিএল নিজের সর্বোচ্চ ইনিংস খেলে। ৩০ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করেছেন ‘স্কাই’।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।