আইপিএলে ৬ ম্যাচে ৮৪ রান। ‘সুপার ফ্লপ’ রোহিত শর্মাকে দেখে ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ বলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিজয়ী ভারত অধিনায়কের অবসরের সময় এসে গেছে।

শেবাগের কথাই কী তাঁতিয়ে দিল রোহিতকে! এরপর প্রথমবার খেলতে নেমেই যে দারুণ এক ফিফটি পেয়ে গেলেন মুম্বাই ইন্ডিয়ানস ওপেনার। প্রথম ছয় ম্যাচের রান একদিনেই প্রায় করে ফেললেন রোহিত। ৪৫ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৬ রান করেছেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। আর তাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেটের ক্লাসিকোতে চেন্নাই সুপার কিংসকে ৯ উইকেটে হারিয়েছে রোহিতের মুম্বাই।

রবীন্দ্র জাদেজা (৩৫ বলে অপরাজিত ৫৩) ও শিবম দুবের (৩২ বলে ৫০) দুই ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৭৬ রান তুলেছিল চেন্নাই। রানটা ২৬ বল হাতে রেখেই পেরিয়ে অষ্টম ম্যাচে চতুর্থ জয় পেয়েছে মুম্বাই। পাঁচবারের চ্যাম্পিয়নরা ৮ পয়েন্ট নিয়ে আছে ছয়ে। অন্যদিকে সমান ম্যাচে ষষ্ঠ হারের দেখা পাওয়া আরেক পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই আছে দশ দশের মধ্যে দশে।

রান তাড়ায় রায়ান রিকেলটনকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৬.

৪ ওভারে ৬৩ রান যোগ করেন রোহিত। দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার ব্যাটসম্যান রিকেলটন ১৯ বলে ২৪ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হওয়ার পর নামেন সূর্যকুমার যাদব।

রোহিতের মতো সূর্যকুমারও ফিরেছেন এবারের আইপিএল নিজের সর্বোচ্চ ইনিংস খেলে। ৩০ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৬৮ রান করেছেন ‘স্কাই’।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ