সিলেট টেস্টে বাংলাদেশ দলকে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট করেছে জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়েছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ১ উইকেট তুলে নিয়েছে এবং ২৫ রানের লিড ধরে রেখেছে। অনুমিতভাবেই এই টেস্টে নিজেদের এগিয়ে রাখবে স্বাগতিক জিম্বাবুয়ে।

তবে বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ দাবি করেছেন, টেস্টে তারা এগিয়ে আছেন। তৃতীয় দিন সকালে ভালো ব্যাটিং হলে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেওয়া সম্ভব বলেও উল্লেখ করেছেন ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট করা এই স্পিনার।

মিরাজ দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন পর্যন্ত আমরা এগিয়ে আছি। ওরা হয়তো ৮২ রানের লিড পেয়েছে। তবে আমরাই এখন পর্যন্ত এগিয়ে আছি। আমরা ২৫ রানে পিছিয়ে আছি। একটা উইকেটও পড়ে গেছে। আমরা ভালো টোটাল দিতে পারলে চতুর্থ দিন ওদের জন্য ব্যাটিং করা কঠিন হবে।’

নিজেদের এগিয়ে থাকার ব্যাখ্যায় জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট বলেন, ‘ম্যাচে এখনো ভারসাম্য আছে। আমি মনে করি, আমরা একটু এগিয়ে আছি। কারণ শেষ বেলায় একটা উইকেট নিতে পেরেছি। আগামীকাল সকালের সেশন গুরুত্বপূর্ণ হবে। তাদের বেশি রান করতে দেওয়া যাবে না। তাহলে  চতুর্থ ইনিংসে রান তাড়া করা কঠিন হবে।’

কত রান করলে সিলেট টেস্টে এগিয়ে থাকা যাবে বা জেতা সম্ভব এমন প্রশ্নে শুরুতে ঘুরিয়ে উত্তর দেন মিরাজ। বলেন, ‘কত রান করবো, কত হলে আটকানো সম্ভব এগুলো আগে থেকে বলা যায় না।’ তার মতে, যত সম্ভব রান করতে চান তারা। যাতে বোলাররা নির্ভার থেকে বোলিং করতে পারেন। পরের প্রশ্নে অবশ্য জানান যে, ৩৫০ থেকে ৪০০ রান করার লক্ষ্য থাকবে তাদের। উইকেট এখনো ভালো রান করার পর্যায়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।

নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।

ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।

ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ