সিলেট টেস্টে বাংলাদেশ দলকে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট করেছে জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়েছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ১ উইকেট তুলে নিয়েছে এবং ২৫ রানের লিড ধরে রেখেছে। অনুমিতভাবেই এই টেস্টে নিজেদের এগিয়ে রাখবে স্বাগতিক জিম্বাবুয়ে।

তবে বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ দাবি করেছেন, টেস্টে তারা এগিয়ে আছেন। তৃতীয় দিন সকালে ভালো ব্যাটিং হলে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেওয়া সম্ভব বলেও উল্লেখ করেছেন ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট করা এই স্পিনার।

মিরাজ দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন পর্যন্ত আমরা এগিয়ে আছি। ওরা হয়তো ৮২ রানের লিড পেয়েছে। তবে আমরাই এখন পর্যন্ত এগিয়ে আছি। আমরা ২৫ রানে পিছিয়ে আছি। একটা উইকেটও পড়ে গেছে। আমরা ভালো টোটাল দিতে পারলে চতুর্থ দিন ওদের জন্য ব্যাটিং করা কঠিন হবে।’

নিজেদের এগিয়ে থাকার ব্যাখ্যায় জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট বলেন, ‘ম্যাচে এখনো ভারসাম্য আছে। আমি মনে করি, আমরা একটু এগিয়ে আছি। কারণ শেষ বেলায় একটা উইকেট নিতে পেরেছি। আগামীকাল সকালের সেশন গুরুত্বপূর্ণ হবে। তাদের বেশি রান করতে দেওয়া যাবে না। তাহলে  চতুর্থ ইনিংসে রান তাড়া করা কঠিন হবে।’

কত রান করলে সিলেট টেস্টে এগিয়ে থাকা যাবে বা জেতা সম্ভব এমন প্রশ্নে শুরুতে ঘুরিয়ে উত্তর দেন মিরাজ। বলেন, ‘কত রান করবো, কত হলে আটকানো সম্ভব এগুলো আগে থেকে বলা যায় না।’ তার মতে, যত সম্ভব রান করতে চান তারা। যাতে বোলাররা নির্ভার থেকে বোলিং করতে পারেন। পরের প্রশ্নে অবশ্য জানান যে, ৩৫০ থেকে ৪০০ রান করার লক্ষ্য থাকবে তাদের। উইকেট এখনো ভালো রান করার পর্যায়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন