অর্থ জালিয়াতি মামলায় নাম জড়ালো ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক মহেশ বাবুর। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২৮ এপ্রিল ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, হায়দরাবাদভিত্তিক দুটো রিয়েল এস্টেট কোম্পানির প্রচারে অংশ নেন মহেশ বাবু। এ দুটো প্রতিষ্ঠানের বিরুদ্ধে জালিয়াতি, অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে। কোম্পানি দুটো মহেশ বাবুকে ৫.
তদন্তকারী দল সন্দেহ করছে, মহেশ বাবুকে নগদ যে অর্থ দেওয়া হয়েছে, তা রিয়েল এস্টেট কোম্পানির জালিয়াতির অর্থ।
আরো পড়ুন:
নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখছে মহেশ বাবুর কন্যা?
বিয়ের পর অভিনয়কে বিদায়: নীরবতা ভাঙলেন মহেশ বাবুর শ্যালিকা
অনুমতি ছাড়া বহু প্লট বিক্রি করে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছে কোম্পানি দুটো। রেজিস্ট্রেশন করে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও তা রাখেনি। মহেশ বাবু এই প্রতারণার সঙ্গে সরাসরি যুক্ত নন। তবে তিনি কীভাবে তার পারিশ্রমিক পেয়েছেন তা খতিয়ে দেখছে ইডি।
মহেশ বাবু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুন্তুর করম’। এটি পরিচালনা করেন ত্রিবিক্রম শ্রীনিবাস। গত বছরের ১২ জানুয়ারি মুক্তি পায় এটি। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন মীনাক্ষী চৌধুরী ও শ্রীলীলা। তাছাড়াও অভিনয় করেন— জগপতি বাবু, জয়রাম, ব্রাহ্মানন্দ, রামায়্যা কৃষ্ণান, প্রকাশ রাজ, রেখা, সুনীল প্রমুখ।
মহেশ বাবুর পরবর্তী সিনেমা পরিচালনা করছেন এস এস রাজামৌলি। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এসএসএমবি২৯’। আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার সিনেমা এটি। সিনেমাটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ হাজার কোটি রুপির বেশি।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এভাবে ‘চিকেনপাতুরি’ রান্না করেছেন?
ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারেন চিকেনপাতুরি। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে এই পদ। সহজেই এই পদ তৈরি করা যায়। এর জন্য অল্প কয়েকটি উপকরণ লাগে যেমন—বোনলেস চিকেন, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লেবুর রস, চিকেন মশলা, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, তেল ও লবণ। চলুন জেনে নেওয়া যাক চিকেনপাতুরির রেসিপি।
প্রথম ধাপ: চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে সব বাটা মশলা, লবণ, লেবুর রস দিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করুন। তারপর ফ্রিজের নরমাল চেম্বারে আধাঘণ্টার জন্য রেখে দিন।
আরো পড়ুন:
ওভেন ছাড়াই তন্দুরি চিকেন বানিয়ে নিন
রক্তস্বল্পতা কমায় হাঁসের মাংস
দ্বিতীয় ধাপ: কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন।এবার এই পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে দিন ম্যারিনেট করে রাখা মাংসে। তারপর মাংস কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।
তৃতীয় ধাপ: মাংস কষানো হয়ে গেলে কলা পাতার মধ্যে চিকেন ঢেলে দিতে হবে। ভালো করে মুড়িয়ে কলাপাতা সুতা দিয়ে বেঁধে দিন। আলাদা একটা কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিন। মুড়িয়ে রাখা চিকেন তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে রাখুন, এভাবে ২০ ঢাকা দিয়ে রান্নাটা করুন।
শেষ ধাপ: আরও ১০ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো চিকেনপাতুরি।
ঢাকা/লিপি