টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ যুবক আটক
Published: 22nd, April 2025 GMT
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ রফিক (২৮) নামের এক যুবক আটক হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালিয়াপাড়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মোহাম্মদ রফিক টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালিয়াপাড়ার বাসিন্দা আবদুস সালামের ছেলে। পুলিশ জানায়, মোহাম্মদ রফিকের নেতৃত্বে টেকনাফের পাহাড়ি এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে। বাহিনীর সদস্যরা মাদক পাচার, অপহরণ, ডাকাতিসহ নানান ধরনের অপরাধে জড়িত। রফিকের বিরুদ্ধে ১৮টির বেশি মামলাও রয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গতকাল সন্ধ্যায় পশ্চিম মহেশখালিয়াপাড়ায় এক বসতঘরে সংঘবদ্ধ অপরাধী চক্রের লোকজনের অবস্থানের খবরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। এ সময় বসতঘরটি ঘিরে ফেললে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন অপরাধীরা। একপর্যায়ে সাত থেকে আটজন দুর্বৃত্ত গুলি ছুড়তে ছুড়তে গহিন পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন আরও বলেন, রফিকের কোমরে গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা প্রথমে হ্নীলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। বর্তমানের তিনি পুলিশ হেফাজতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযান এখনো অব্যাহত।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব হ ন র সদস ম হ ম মদ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?
দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’
প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।
আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’
তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’
মুশফিকুর রহিম