বন্দরে একটি ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও মুহুর্তের মধ্য আগুন ছড়িয়ে পরে গোডাউনে রক্ষিত ঝুট পুড়ে কমপক্ষে ১৬ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ঝুট ব্যবসায়ী  মিম্বর হোসেন এ কথা জানিয়েছে। 

তবে কিভাবে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে তা তাৎক্ষনিক জানা যায়নি। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর রাত ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়াস্থ এডঃ মাহামুদার ভাড়াটিয়া গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসী সহযোগিতায় কমপক্ষ ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে জুট ব্যবসায়ী মিম্বর গণমাধ্যমকে আরো জানায়, আমি দীর্ঘ দিন ঝুট ব্যবসা করে আসছি।

ব্যবসায়ী বিরোধসহ পূর্ব শত্রুতার জের ধরে দুষ্কৃতিকারী রাতের আধারে  আমার ঝুটের গোডাউনে অগ্নিসংযোগ করে ১৬ লাখ টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায়  বন্দর থানায় লিখিত দায়েরের প্রস্তুতি চালাচ্ছি।

এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সাথে নিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।

কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে তা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। অগ্নিকান্ডের কারন জানার জন্য  আমাদের তদন্ত অব্যহত আছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ ব যবস

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।

কিচেন হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

বেকার হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

যোগ্যতা—

১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।

৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।

সুযোগ-সুবিধা—

১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।

২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।

৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

সম্পর্কিত নিবন্ধ

  • একবার হ‌লেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়া‌ত
  • বিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট, দেখুন চাকরির বিস্তারিত
  • বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা