ফ্রিল্যান্সারদের সহযোগিতার উদ্দেশ্যে এনসিসি ব্যাংক এনসিসি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট চালু করেছে।

সম্প্রতি সিলেটের হবিগঞ্জে দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে এনসিসি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার ও ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি নূরুন নেওয়াজ সেলিম বলেন, “এনসিসি ব্যাংক সব ধরনের গ্রাহকের চাহিদা পূরণে এবং দ্রুততম সময়ে সর্বোত্তম ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এনসিসি ব্যাংক বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ফ্রিল্যান্সারদের বিভিন্ন সুবিধা প্রদান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদেরকে আরো বেশি সম্পৃক্ত করতে নতুন এই প্রোডাক্টের কার্যক্রম শুরু করলো। বৈদেশিক মুদ্রায় হিসাব খোলার সুবিধাসহ নতুন এই সেবার মাধ্যমে ফ্রিল্যান্সাররা দেশের অর্থনীতিতে আরো বেশি অবদান রাখতে পারবে।”

ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, “দেশে প্রায় ৬ লাখ ৫ হাজার ফ্রিল্যান্সার রয়েছে। যারা প্রযুক্তি খাতে অবদান রেখে চলেছে। যার মাধ্যমে বছরে প্রায় এক বিলিয়ন ইউএসডি সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে সংযুক্ত হচ্ছে। প্রতি বছর এই ফ্রিল্যান্সারদের সংখ্যা বেড়েই চলেছে। দেশের অর্থনীতিতে এই ফ্রিল্যান্সারদের অবদানের কথা চিন্তা করে এবং তাদেরকে ফ্রিল্যান্সিং পেশায় আরো বেশি উদ্বুদ্ধ করার জন্য পারসোনাল লোন এবং ক্রেডিট কার্ডসহ বিভিন্ন সুবিধা সম্বলিত ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট সেবাটি চালু করা হয়েছে।”

এই ফরেন কারেন্সি অ্যাকাউন্টটি ফ্রিল্যান্সারদের চাহিদা পূরণে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদেরকে আরো বেশি সম্পৃক্ত করতে সহায়ক হবে বলে তিনি।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

ঢাকা/সাজ্জাদ/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ এনস স

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ