পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় হিমবাহ ও উঁচু পাথরের মাঝে নীরবতা বিরাজ করছে। হঠাৎ আকাশ থেকে নেমে এল একটি মই। সে নীরবতা ভেঙে গেল। এভারেস্টের বেজক্যাম্পে বসে মিলান পাণ্ডে এমন দৃশ্য দেখছেন, যা খুব কম লোকই দেখেছে। এভারেস্টের দুর্গম পথ পাড়ি না দিয়েই অভিযাত্রীদের মাঝে সহায়তা পৌঁছে দিচ্ছেন তিনি। মিলান পাণ্ডে মূলত ড্রোনচালক। তিনি বেজক্যাম্প থেকে ড্রোন নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট স্থানে সহায়তা পৌঁছে দিচ্ছেন। তাঁর এই কাজ পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় অভিযানে যাওয়া অভিযাত্রীদের কাজ সহজ করে দিতে পারে।

পাণ্ডে তাঁর ড্রোন দিয়ে যে মই, দড়ি ও অক্সিজেন পরিবহন করতে পারেন, তা অভিযাত্রীদের সঙ্গে থাকা শেরপাদের কাজে লাগতে পারে। এভারেস্টের বেজক্যাম্প ও ক্যাম্প ওয়ানের মাঝে খুম্বু আইসফল পেরোনোর সময় তা কাজে লাগবে। এ স্থানে অনেকের প্রাণ হারানোর ঝুঁকি থাকে।

কাছাকাছি পাহাড় এবং পর্বত থেকে আগত বিশেষজ্ঞ শেরপারা সাত দশক ধরে এভারেস্টে আরোহীদের জন্য চলাচল এবং পথ তৈরি করে আসছেন। এই প্রক্রিয়ায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।

স্থানীয় ড্রোন ম্যাপিং স্টার্টআপ বা ড্রোন–বিষয়ক উদ্যোগ এয়ারলিফট টেকনোলজির কর্মকর্তা পাণ্ডে মনে করছেন, ড্রোন ব্যবহারের ক্ষেত্রে তাঁর প্রযুক্তিগত দক্ষতা এবং শেরপাদের কয়েক দশকের পর্বতারোহণের জ্ঞানের সমন্বয়ে এভারেস্টের যাত্রাপথকে আরও নিরাপদ করে তোলা সম্ভব হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মিয়া উপজেলার সল্লা ইউনিয়নের জাবরাজান এলাকার মৃত খবির মিয়া ছেলে।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

স্থানীয় সূত্র জানায়, সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন জাহাঙ্গীর। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। সল্লা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/কাওছার/রাজীব

সম্পর্কিত নিবন্ধ