সুবিপ্রবি ভিসির পদত্যাগ ও ক্যাম্পাস স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন
Published: 23rd, April 2025 GMT
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ক্যাম্পাস জেলা শহরের কাছাকাছি স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলন। আজ বুধবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ক্ষমতার অপব্যবহার করে জেলা শহরকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় তার উপজেলায় নিজের গ্রামের পাশে নিয়ে গেছেন। এখন তার গ্রামের বিভিন্ন বাসাবাড়ি ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছে। তার নিজের বাড়ির দলীয় ব্যক্তিগত কার্যালয়ও এই কাজে ব্যবহৃত হচ্ছে। এই কাজে সহযোগিতার করছেন বর্তমান ভিসি। তাই আমরা ভিসির পদত্যাগসহ দ্রুত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা শহরের আশেপাশে স্থাপনের দাবি জানাচ্ছি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে নিয়োগসহ সকল অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের সদস্যসচিব মুনাজ্জির হোসেন সুজন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক হুমায়ুন মঞ্জুর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মহিবুল ইসলাম, রবিউল লেইস রোকেস, শামসুদ্দিন আহমদ প্রমুখ।
পরে বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের ১৫১ সদস্যের জেলা কমিটি ও ১২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এ সময় প্রত্যেক উপজেলায় ১২ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটিও ঘোষণা করা হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ন মগঞ জ পদত য গ পদত য গ র দ ব সদস য
এছাড়াও পড়ুন:
ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’
লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।
উপকরণ
ঠান্ডা পানি: ৫০০ মিলি
ভাজা শুকনা মরিচ: ২টি
লেবু: ১টি (রস করে নেওয়া)
সরিষার তেল: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।
দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।
সূত্র: শিউলি কিচেন
ঢাকা/লিপি