স্টিলের পাত দিয়ে তৈরি ছোট্ট ঝুপড়ি দোকান। ক্যাম্পাসের সবাই এটিকে ‘লাল মামার টং’ নামে চেনে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর–সংলগ্ন যাত্রীছাউনির পাশেই দোকানটি। চায়ের কাপ হাতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের আড্ডায় নিয়মিত মুখর থাকে দোকানটি। আলোচনায় উঠে আসে সমকালীন রাজনীতি, পরিবেশ, গবেষণা কিংবা নানামুখী বিতর্ক। ক্লাসের ফাঁকে বা বিকেল থেকে রাত পর্যন্ত এখানে সম্মিলন ঘটে বহু চিন্তার।

কিন্তু এসব চিন্তা কিংবা আড্ডার বাইরেও লাল মামার টংদোকানটি কীভাবে গড়ে উঠেছে, সেটির আছে ভিন্ন গল্প। আছে চা বিক্রি করে জীবন-জীবিকা চালিয়ে নেওয়ার এক সংগ্রামের চিত্র।

দোকানটির মালিক অজয় আচার্যের বয়স ৫৫ ছুঁই ছুঁই। ২৫ বছরের বেশি সময় ধরে নিজ হাতে চা, বিস্কুট ও পান বিক্রি করে তিনি ক্যাম্পাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। অজয়ের ব্যবসার যাত্রা শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। সেখানে চার-পাঁচ বছর চা বিক্রি করেছিলেন। এরপর ২০০০ সালে ক্যাম্পাসে এসে টংদোকান দেন। প্রথম দিকে দোকান ছিল মুক্তমঞ্চের কাছে, পরে স্থানান্তরিত হয় বিশ্ববিদ্যালয়ের গ্যারেজের পাশে। ১০ বছর ধরে দোকানটি বর্তমান স্থানে আছে। ক্যাম্পাসে তিনিই প্রথম টংদোকান স্থাপন করেন। শুরুর দিকে অন্যরা ঠেলাগাড়িতে করে চা-বিস্কুটসহ নানা পণ্য বিক্রি করতেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অজয় আচার্য শিক্ষার্থীদের কাছে ‘লাল মামা’ নামে পরিচিত.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ ক নট

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ