ঘুষ নেওয়ার সময় হা‌তেনা‌তে ধরা প‌ড়ে‌ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই নম্বর অঞ্চলের চার নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেল।

গোপন ফাঁদ ব‌সি‌য়ে বৃহস্প‌তিবার (২৪ এপ্রিল) নিজ কার্যালয় থে‌কে ঘুষের টাকাসহ তা‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম। এ সময় তার কাছ থে‌কে ঘু‌ষের আলামত জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের উপ-পরিচালক মো.

আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

আরো পড়ুন:

‘টাকা পাচারকারীরা শয়তানের মতো, ধর‌তে পার‌লে ছাড় নেই’

নি‌য়োগ দুর্নীতি-অর্থ আত্মসাৎ: সুপার স্পেশালাইজড হাসপাতালে দুদ‌কের হানা

তি‌নি ব‌লেন, “অভিযুক্ত সো‌হেলকে দুদ‌কের সম‌ন্বিত কার্যালয় ঢাকা-১ এর হেফাজ‌তে রাখা হ‌য়ে‌ছে। তার বিরু‌দ্ধে মামলার প্রস্তু‌তি চল‌ছে।”

দুদক জানায়, সবুজবাগে পূর্ব বাসাবোর লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি কর্পোরেশনের ছাড়পত্রের জন‌্য আবেদন ক‌রেন। আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। 

সোহেল হুমকি দেন, ‘দাবি করা ঘুষের টাকা না দিলে তিনি কোনোভাবেই ছাড়পত্র দেবেন না।’ কুতুবউদ্দিন সোহেল আগত সব সেবাপ্রার্থীর কাছ থেকে ছাড়পত্র প্রদান বাবদ ঘুষ হিসেবে টাকা গ্রহণ করে থাকেন।

এ বিষয়‌টি তি‌নি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ বরাবর লিখিতভা‌বে জানা‌লে দুদ‌কের বি‌শেষ টিম সো‌হেল‌কে টাকাসহ হা‌তে না‌তে গ্রেপ্তার ক‌রে।

এ বিষয়ে দুদকের উপপরিচালক ও অভিযানের টিম প্রধান মো. নাজমুস সাদাত বলেন, “কমিশনের অনুমোদন নিয়ে আমরা ফাঁদ অভিযান পরিচালনা করি। ১০ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করি। আমাদের কাছে তথ্য ছিল, তিনি দীর্ঘদিন ধরে অপকর্মের সঙ্গে সম্পৃক্ত। এখন আইন অনুযায়ী তার বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।”

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ড়পত র

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ