দুদকের ফাঁদে ডিএসসিসির ওয়ার্ড সচিব ধরা
Published: 24th, April 2025 GMT
ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুই নম্বর অঞ্চলের চার নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেল।
গোপন ফাঁদ বসিয়ে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নিজ কার্যালয় থেকে ঘুষের টাকাসহ তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম। এ সময় তার কাছ থেকে ঘুষের আলামত জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের উপ-পরিচালক মো.
আরো পড়ুন:
‘টাকা পাচারকারীরা শয়তানের মতো, ধরতে পারলে ছাড় নেই’
নিয়োগ দুর্নীতি-অর্থ আত্মসাৎ: সুপার স্পেশালাইজড হাসপাতালে দুদকের হানা
তিনি বলেন, “অভিযুক্ত সোহেলকে দুদকের সমন্বিত কার্যালয় ঢাকা-১ এর হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।”
দুদক জানায়, সবুজবাগে পূর্ব বাসাবোর লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম নির্মাণাধীন ডায়াগনস্টিক সেন্টারটি চালুর জন্য সিটি কর্পোরেশনের ছাড়পত্রের জন্য আবেদন করেন। আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
সোহেল হুমকি দেন, ‘দাবি করা ঘুষের টাকা না দিলে তিনি কোনোভাবেই ছাড়পত্র দেবেন না।’ কুতুবউদ্দিন সোহেল আগত সব সেবাপ্রার্থীর কাছ থেকে ছাড়পত্র প্রদান বাবদ ঘুষ হিসেবে টাকা গ্রহণ করে থাকেন।
এ বিষয়টি তিনি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ বরাবর লিখিতভাবে জানালে দুদকের বিশেষ টিম সোহেলকে টাকাসহ হাতে নাতে গ্রেপ্তার করে।
এ বিষয়ে দুদকের উপপরিচালক ও অভিযানের টিম প্রধান মো. নাজমুস সাদাত বলেন, “কমিশনের অনুমোদন নিয়ে আমরা ফাঁদ অভিযান পরিচালনা করি। ১০ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করি। আমাদের কাছে তথ্য ছিল, তিনি দীর্ঘদিন ধরে অপকর্মের সঙ্গে সম্পৃক্ত। এখন আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//