বিসিএসের সিলেবাস যুগোপযোগী করতে পিএসসির নতুন উদ্যোগ
Published: 24th, April 2025 GMT
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, বিসিএস পরীক্ষার সিলেবাস আধুনিক ও সময়োপযোগী করতে কাজ চলছে। আগামী ৪৯তম বিসিএস থেকেই এই নতুন সিলেবাস কার্যকর হবে।
এ লক্ষ্যে উন্নত বিশ্বের বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস সংগ্রহ করা হচ্ছে এবং তা বিশ্লেষণ করে এমন একটি সিলেবাস তৈরি করা হবে, যাতে বাংলাদেশের প্রার্থীরা বৈশ্বিক পরিসরে নিজেদের যোগ্য প্রমাণ করতে সক্ষম হন।
পিএসসি আরো জানায়, কমিশনকে একটি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। এ সময় পিএসসির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ব্যর্থ হলেও তা তুলে ধরব। বাতিল করার মতো যথেষ্ট প্রমাণ নেই। সিআইডি ঘটনাটি তদন্ত করছে। যদি কেউ শনাক্ত হয়, তাকে বাতিল করা হবে। চাকরি হয়ে গেলেও বহিষ্কৃত হবেন। পুরো পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালেও পিএসসির কাছে ভেরিফাই করে নেবেন। গুজবে চাপ তৈরি হয়।
মোবাশ্বের মোনেম বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে পিএসসি জট কমিয়ে আনবে। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে জট খোলার অগ্রগতি দেখা যাবে। এ জন্য কোনো পরীক্ষা পেছাতে চাইছি না।
পিএসসি চেয়ারম্যান, বিজি প্রেসে আর বিসিএসের প্রশ্ন আর ছাপা হচ্ছে না। গত বছরের ৫ আগস্টের আগে ছাপা সব প্রশ্ন নষ্ট করেছি। মডারেশনে ছিল এমন প্রশ্নও নষ্ট ও বাতিল করেছে। মডারেশন বাসায় নয়, পিএসসির অফিসেই করা হচ্ছে।
ঢাকা/হাসান/এনএইচ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প এসস র ব স এস পর ক ষ
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫