বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, বিসিএস পরীক্ষার সিলেবাস আধুনিক ও সময়োপযোগী করতে কাজ চলছে। আগামী ৪৯তম বিসিএস থেকেই এই নতুন সিলেবাস কার্যকর হবে।

এ লক্ষ্যে উন্নত বিশ্বের বিভিন্ন দেশের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাস সংগ্রহ করা হচ্ছে এবং তা বিশ্লেষণ করে এমন একটি সিলেবাস তৈরি করা হবে, যাতে বাংলাদেশের প্রার্থীরা বৈশ্বিক পরিসরে নিজেদের যোগ্য প্রমাণ করতে সক্ষম হন।

পিএসসি আরো জানায়, কমিশনকে একটি শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। এ সময় পিএসসির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ব্যর্থ হলেও তা তুলে ধরব। বাতিল করার মতো যথেষ্ট প্রমাণ নেই। সিআইডি ঘটনাটি তদন্ত করছে। যদি কেউ শনাক্ত হয়, তাকে বাতিল করা হবে। চাকরি হয়ে গেলেও বহিষ্কৃত হবেন। পুরো পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালেও পিএসসির কাছে ভেরিফাই করে নেবেন। গুজবে চাপ তৈরি হয়।

মোবাশ্বের মোনেম বলেন, এক থেকে দেড় বছরের মধ্যে পিএসসি জট কমিয়ে আনবে। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে জট খোলার অগ্রগতি দেখা যাবে। এ জন্য কোনো পরীক্ষা পেছাতে চাইছি না।

পিএসসি চেয়ারম্যান, বিজি প্রেসে আর বিসিএসের প্রশ্ন আর ছাপা হচ্ছে না। গত বছরের ৫ আগস্টের আগে ছাপা সব প্রশ্ন নষ্ট করেছি। মডারেশনে ছিল এমন প্রশ্নও নষ্ট ও বাতিল করেছে। মডারেশন বাসায় নয়, পিএসসির অফিসেই করা হচ্ছে।

ঢাকা/হাসান/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প এসস র ব স এস পর ক ষ

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ