রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৯ মামলার পলাতক আসামি বিল্লাল হোসেনকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। একটি ছিনতাইয়ের মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া বিল্লাল গ্রেপ্তার এড়াতে ১০ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল।

ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন সমকালকে জানান, মতিঝিল থানার ২০১৪ সালের একটি ছিনতাই মামলায় দণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ ছিনতাইকারী বিল্লাল হোসেন ও তার সহযোগী সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। বিল্লালের বিরুদ্ধে শাজাহানপুর ও মুগদাসহ রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসংক্রান্ত অভিযোগে ৯টি মামলা আছে। সোহাগের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে পাঁচটি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ নত ই ছ নত ই

এছাড়াও পড়ুন:

টেকনাফে মানব পাচারকারী আটক, উদ্ধার ২৫

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে মানব পাচারের শিকার নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। এসময় দুইজন মানব পাচারকারীকে আটক করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্য ও পূর্বে আটককৃত পাচারকারীদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় নারী ও শিশুসহ কয়েকজনকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছে। 

এই খবরে সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার ও দুইজন পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল। তারা মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে নৌযানে করে ভুক্তভোগীদের পাচারের প্রস্তুতি নিচ্ছিল। 

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল।

উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত পাচারকারীদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ