দুই বছরের সাজা এড়াতে ১০ বছর ধরে পলাতক, অবশেষে গ্রেপ্তার
Published: 25th, April 2025 GMT
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৯ মামলার পলাতক আসামি বিল্লাল হোসেনকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। একটি ছিনতাইয়ের মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া বিল্লাল গ্রেপ্তার এড়াতে ১০ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল।
ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন সমকালকে জানান, মতিঝিল থানার ২০১৪ সালের একটি ছিনতাই মামলায় দণ্ডপ্রাপ্ত দুর্ধর্ষ ছিনতাইকারী বিল্লাল হোসেন ও তার সহযোগী সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। বিল্লালের বিরুদ্ধে শাজাহানপুর ও মুগদাসহ রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসংক্রান্ত অভিযোগে ৯টি মামলা আছে। সোহাগের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা রয়েছে পাঁচটি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।