গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– গোপালগঞ্জ সদরের শুকতাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আবেদ আলী শেখ, রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মমতাজ পারভিন শিমু, ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবলীগকর্মী মোহাম্মদ জাকির হোসেন সাগর, মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল ও উত্তরা থানা আওয়ামী লীগের কর্মী মনিরুল ইসলাম।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আবেদ আলী শেখ এবং রাত ৯টায় বাংলামটর থেকে মমতাজ পারভিন শিমুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের পৃথক দল। আবেদ আলী গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বনানী এলাকা থেকে জাকির হোসেন সাগরকে গ্রেপ্তার করে ডিবির সাইবার বিভাগের একটি দল। তিনি সম্প্রতি গুলশান এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেন। এ ছাড়া তিনি ২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় আসামি।

অন্যদিকে, রাত পৌনে ২টায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে বাদলকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগের একটি দল। একই দিন রাজধানী থেকে মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবির পৃথক দল। তিনি ১৮ এপ্রিল বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেন।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র প ত র কর গ প লগঞ জ

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ