সিডিএ ও চসিকের গাফিলতি খতিয়ে দেখতে দুদকের অভিযান
Published: 27th, April 2025 GMT
হিজড়া খালে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) গাফিলতি রয়েছে কি না, তা তদন্তে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার সংস্থাটি সিটি করপোরেশন ও সিডিএতে অভিযান চালিয়েছে। এ ছাড়া নগরের হিজড়া খালের যে উন্মুক্ত স্থানে ব্যাটারিচালিত রিকশাটি পড়ে গিয়েছিল, সে স্থানও পরিদর্শন করেছে দুদকের দল।
‘নগরের খাল-নালায় পড়ে মৃত্যু: মৃত্যুর দায় নেয় না, তদন্তও করে না’ শীর্ষক একটি প্রতিবেদন ২১ এপ্রিল প্রথম আলোতে প্রকাশিত হয়। এই প্রতিবেদনের সূত্র ধরে দুদক তদন্ত শুরু করেছে বলে জানান সংস্থার এক কর্মকর্তা।
১৮ এপ্রিল রাত আটটার দিকে মায়ের কোলে থাকা ছয় মাস বয়সী শিশুসহ তিনজনকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা হিজড়া খালে পড়ে যায়। রিকশায় থাকা শিশুটির মা ও দাদি খাল থেকে উঠে এলেও শিশুটির খোঁজ পাওয়া যায়নি। প্রায় ১৪ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে চাক্তাই খালে সেহরিশ নামের শিশুটির নিথর দেহ পাওয়া যায়।
দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি করপোরেশন ও সিডিএ নগরের নালা ও খাল যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করে জনদুর্ভোগ সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। এ জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট প্রকল্পে নিয়োজিত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সংগ্রহ করা হয় প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র।
এ ছাড়া নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পরিদর্শন করে দুদকের দল। অভিযানে যাওয়া দুদকের কর্মকর্তারা জানান, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) যে নিরাপত্তাবেষ্টনী বা রেলিংয়ের প্রস্তাব করা হয়েছে, পরিদর্শনে গিয়ে মূল কাজের সঙ্গে তার মিল পাওয়া যায়নি। আরও কিছু অনিয়ম পাওয়া গেছে।
এদিকে সার্বিক বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সঙ্গে আলাপ করেন দুদক কর্মকর্তারা। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা দুদককে জানান, ১৮ এপ্রিল হিজড়া খালে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় করপোরেশনের সচিবকে প্রধান করে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিডিএতে অভিযান চালায় দুদক। এ সময় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। আজ দুপুরে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর মকর ত প রকল প নগর র তদন ত
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।