নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির, সম্পাদক মঞ্জুর এলাহী
Published: 27th, April 2025 GMT
নরসিংদী জেলা বিএনপির কাউন্সিলে খায়রুল কবির (খোকন) সভাপতি এবং মঞ্জুর এলাহী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে তাঁরা নির্বাচিত হন। এতে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার দুপুরে বিএনপির মিডিয়া সেল থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। খায়রুল কবির ও মঞ্জুর এলাহী জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ২৬ এপ্রিল বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নরসিংদী বিএনপির সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কাউন্সিল করে তাঁদের গোপন মতামতের ভিত্তিতে খায়রুল কবিরকে সভাপতি ও মঞ্জুর এলাহীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ফলাফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম (বাবুল)।
বিএনপির নেতা–কর্মীরা বলছেন, কাউন্সিলে খায়রুল কবির ছাড়া সভাপতি পদে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক সরদার সাখাওয়াত হোসেন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মঞ্জুর এলাহী ছাড়াও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নবনির্বাচিত সভাপতি খায়রুল কবির প্রথম আলোকে বলেন, ‘তৃণমূলের নেতারা মূল্যায়ন করেছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। আমরা সবাই মিলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করব।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।