লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন করবে ওয়ালটন, তৃতীয় প্রান্তিকে কমেছে মুনাফা
Published: 28th, April 2025 GMT
লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন করবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। সম্প্রতি কোম্পানির ৪৪তম পর্ষদ সভায় এই ব্যাটারি উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে কোম্পানিটি। সেই সঙ্গে তারা আরও জানিয়েছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে।
ডিএসইর ওয়েবসাইটের ঘোষণায় আরও বলা হয়েছে, ওয়ালটন উচ্চ মানের লিথিয়াম ব্যাটারি উৎপাদন করতে চায়। এর মধ্য দিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারি আমদানির ওপর নির্ভরশীলতা কমাতে চায় তারা।
আরও বলা হয়েছে, এই প্রকল্পে ওয়ালটন ১১৩ কোটি ৬৬ লাখ টাকা বিনিয়োগ করবে। তারা আশা করছে, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে এই কারখানায় উৎপাদন হবে। এই কারখানা থেকে প্রতিবছর ১৪৪ কোটি ৯৮ লাখ টাকার ব্যাটারি বিক্রি করা যাবে।
লিথিয়াম আয়ন ব্যাটারি হলো এক প্রকার রিচার্জেবল ব্যাটারি। অন্যান্য রিচার্জেবল ব্যাটারির তুলনায় লিথিয়াম আয়ন ব্যাটারির শক্তি ও আয়ুষ্কাল বেশি। বাংলাদেশে লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যবহার ক্রমেই বাড়ছে, বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইস ও সৌর বিদ্যুতের ক্ষেত্রে। স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা, স্মার্ট ওয়াচ ও পোর্টেবল গেমিং কনসোল এই ব্যাটারিতে চলে। বিভিন্ন প্রকার ও ক্ষমতার লিথিয়াম আয়ন ব্যাটারি এখন বাজারে পাওয়া যায়।
২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের টেলিকম খাতের বিটিএসে ব্যবহারের জন্য লিথিয়াম ব্যাটারি উৎপাদনে চুক্তি স্বাক্ষর করে হুয়াওয়ে ও ওয়ালটন। এ ছাড়া বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক কারখানা স্থাপন করেছে।
তৃতীয় প্রান্তিকে কমেছে মুনাফা২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫ থেকে মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি ১২ টাকা ৯৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ১৩ টাকা ৯৩ পয়সা আয় হয়েছিল। তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ টাকা ৯৯ পয়সা। গত বছর একই সময়ে ২৫ টাকা ১৭ পয়সা আয় হয়েছিল।
প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ছিল মাইনাস ১ টাকা ৮৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২২ টাকা ৮৮ পয়সা।
গতকাল রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল থ য় ম আয়ন ব য ট র
এছাড়াও পড়ুন:
আমদানি বৃদ্ধি ইতিবাচক, ধারাবাহিকতা থাকতে হবে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনি যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারে যে প্রবৃদ্ধি হয়েছে, সেটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। তবে তিন মাসের চিত্র দিয়ে সামগ্রিক অবস্থা এখনো মূল্যায়ন করার সময় হয়নি।
মূলধনি যন্ত্রপাতি আমদানিতে হঠাৎ প্রায় ২৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। এটা সুখবর হলেও কোনো বড় প্রকল্পের মালামাল আমদানিতে এত বেশি প্রবৃদ্ধি হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। যদি সত্যিকারের নতুন নতুন কারখানার যন্ত্রপাতি আমদানির মাধ্যমে এ প্রবৃদ্ধি ঘটে, তাহলে তা অর্থনীতির জন্য ইতিবাচক।
মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধারাবাহিকতা থাকলেই বলা যাবে, দেশে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ হলে সামনে কর্মসংস্থানও বাড়বে। আর তাতে অর্থনীতিতেও গতি সঞ্চার হবে।
মূলধনি যন্ত্রপাতির মতো ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারও বাড়ছে। বাংলাদেশ ব্যাংক তিন মাসের যে তুলনা করে দেখিয়েছে, তাতে ঋণপত্র খোলার হার ২০ শতাংশ বেড়েছে।
সব মিলিয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তা আগামী কয়েক মাস অব্যাহত থাকলে অর্থনীতিতে কর্মচাঞ্চল্য বাড়বে।
মোহাম্মদ মোস্তফা হায়দার, পরিচালক, টি কে গ্রুপ