কোনো বোলার তেমন ভয় ধরাতে পারলেন না। বাংলাদেশের ওপেনাররা সুযোগ দিলেন না জিম্বাবুয়ের ফিল্ডারদেরও। ক্রেইগ আরভিনকে তাই ২৫ ওভারের মধ্যেই বোলিংয়ে আনতে হয়েছে পাঁচ বোলার। বাংলাদেশের দুই ওপেনার এনামুল হক ও সাদমান ইসলাম তাঁদের খেলছেন স্বাচ্ছন্দ্যে—জুটির ৫০ পেরিয়ে শতরানেও পৌঁছে গেছেন তারা।

অনেক দিন ধরেই বাংলাদেশের উদ্বোধনী জুটির দুশ্চিন্তার কথা ঘুরেফিরে আসছে। এনামুল-সাদমান যখন ১০০ রান করে ফেলেছেন, তখন পেছন ফিরে তাকাতেই হয়, শেষ কবে এমন উদ্বোধনী জুটি দেখেছে বাংলাদেশ? ফিরে যেতে হয়েছে ৩২ ইনিংস আর ২৮ মাস আগে।

২০২২ সালে এই চট্টগ্রামেই জাকির হাসানকে নিয়ে উদ্বোধনী জুটিতে ১২৪ রান করেছিলেন নাজমুল হোসেন, সেটিই ছিল সর্বশেষ। ওই ম্যাচে সেঞ্চুরি করা জাকিরকে সরিয়ে একাদশে টেস্ট দলে ঢোকার পর একাদশেও জায়গা পাওয়া এনামুল এবার ১০০ পেরোনো জুটির ভাগীদার। জাকির-নাজমুলের ওই জুটির পর শতরানের দেখা বাংলাদেশ পায়নি শুরুর জুটিতে—৫০ পেরোনোর সর্বশেষ ঘটনাটিই ছিল ১২ ইনিংস আগে।


উদ্বোধনী জুটি বারবার ব্যর্থ হওয়াতেই ঘরোয়া ক্রিকেটে রানের বন্য বইয়ে দেওয়া এনামুলকে ডেকেছেন নির্বাচকেরাা। মাহমুদুল হাসানকে সরিয়ে তাঁকে নামিয়ে দেওয়া হয় সাদমানের ওপেনিং—সঙ্গী হিসেবে। আস্থার প্রতিদান এখন পর্যন্ত তিনি দিয়ে যাচ্ছেন। আগের পাঁচ টেস্টে ১০০ রান করা এই ওপেনারের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৩ রান।

তা ছাড়িয়ে মধ্যাহ্নভোজের বিরতির আগেই ৬৫ বলে ৩৮ রান করেছেন তিন বছর পর টেস্ট দলে ফেরা এনামুল। তাঁর সঙ্গী সাদমান ইসলাম ইতিমধ্যেই টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পেয়ে গেছেন। ৯১ বলে ৬৬ রান করে অপরাজিত তিনি, এনামুলের সঙ্গে তাঁর জুটি এখন ১০৫ রানের।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ন কর

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৫৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৪.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৯.৭০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৬.১৯ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ১১.৪৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ১০.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০.৪২ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৮০ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৫২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.২৬ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ