আড়াইহাজার আবারো মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি আহত ২
Published: 30th, April 2025 GMT
আড়াইহাজারে আবারও বীরমুক্তিযোদ্ধার বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বড় বিনাইরচর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এই ঘটনায় আহত হয়েছে ২ জন।
গৃহকর্তা রফিকুল ইসলাম ডালু জানান, রাত আনুমানিক ২টা সময় ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল দরজা ভেঙ্গে তার বাড়ীতে প্রবেশ করে। প্রথমে আমার বড় ভাই বীরমুক্তিযোদ্ধা বিএম কামরুজ্জমান ফারুকের কারখানা ঢুকে ম্যানাজার মোমেনকে পিটিয়ে আহত করে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এর পর আমার ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ীর সকলকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। বাধা দেওয়ায় আমার ভাতিজা নাবিলকে কুপিয়ে আহত করে।
এরপর ডাকাতদল একে একে আমার ৪টি ভাড়াটিয়ার ঘরে ঢুকে নগদ ৭৫ হাজার টাকা লুটে নেয়। আহত মোমেন ও নাবিলকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি। সহকারী পুলিশ সুপার সি সার্কেল মেহেদী হাসান জানান, খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।