আড়াইহাজারে আবারও বীরমুক্তিযোদ্ধার বাড়িসহ দুই বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বড় বিনাইরচর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এই ঘটনায় আহত হয়েছে ২ জন।

গৃহকর্তা রফিকুল ইসলাম ডালু জানান, রাত আনুমানিক ২টা সময় ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল দরজা ভেঙ্গে তার বাড়ীতে প্রবেশ করে। প্রথমে আমার বড় ভাই বীরমুক্তিযোদ্ধা বিএম কামরুজ্জমান ফারুকের কারখানা ঢুকে ম্যানাজার মোমেনকে পিটিয়ে আহত করে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

এর পর আমার ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ীর সকলকে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। বাধা দেওয়ায় আমার ভাতিজা নাবিলকে কুপিয়ে আহত করে।

এরপর ডাকাতদল একে একে আমার ৪টি ভাড়াটিয়ার ঘরে ঢুকে নগদ ৭৫ হাজার টাকা লুটে নেয়। আহত মোমেন ও নাবিলকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি। সহকারী পুলিশ সুপার সি সার্কেল মেহেদী হাসান জানান, খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপির প্রার্থীর তালিকা নিচে তুলে ধরা হলো–

সম্পর্কিত নিবন্ধ