ইমাম রইস হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ
Published: 2nd, May 2025 GMT
গাজীপুরের ইমাম মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বক্তব্য রহস্যজনক অভিযোগ করে ও হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।
শুক্রবার (২ মে) বাদ জুমা রাজধানীর সুপ্রিম কোর্ট মাজার মসজিদ থেকে ঢাকা মহানগরের (উত্তর-দক্ষিণ) উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
রইকে ছাত্রসেনার সাবেক নগর দক্ষিণের সভাপতি দাবি করে সমাবেশে বক্তারা বলেন, ‘রইসের হত্যাকাণ্ড সম্পূর্ণ পরিকল্পিত। ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে এসেছিল মাওলানা রইস উদ্দিন। সেজন্য তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মতাদর্শ কারণে তাকে নিমর্মভাবে খুন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে স্পষ্ট। কিন্তু তারপরও পুলিশ আসামিদের গ্রেপ্তার তো করেনি বরং খুনিদের পক্ষে সাফাই গেয়ে রহস্যজনক কর্মকাণ্ডের মাধ্যমে জড়িতদের রক্ষার চেষ্টা করছেন।’
তারা বলেন, যারা এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যারা এ দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে বিভিন্ন মাজারে ভাঙচুরে জড়িত। আমরা তাদের বলে দিতে চাই, আমাদের সুন্নিরা বার বার রক্ত দিয়েছে, প্রয়োজনে সুন্নিরা রইস উদ্দিনের জন্য আবারও রক্ত দিতে রাজপথে নামবে। দ্রুত সময়ে আমাদের ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আমাদের ঠিকানা হবে রাজপথ।
গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দ্বীন ও সংগঠক মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান নেতারা।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব গোলাম মাহমুদ ভূইয়া মানিক, পীর মাহবুব উল্লাহ, মুহাম্মদ আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল, ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন।
উপস্থিত ছিলেন শাহেদুল আলম চৌধুরী, কাজী মোহাম্মদ তৈয়ব আলী, কাজী মুহাম্মদ জসিম উদ্দীন নুরী, অধ্যক্ষ আবু নাসের মোহাম্মদ মুসা, মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ, মো আবদুল খালেক, মোহাম্মদ নোমান, মোহাম্মদ আবুল ফজল, মুহাম্মদ দেলোয়ার হোসাইন ফয়সাল, হাফেজ আলী আকবর, মোহাম্মদ তোফায়েল আহমেদ, মোহাম্মদ অলিউল্লাহ মোল্লা, শেখ ফরিদ, বুলবুল আহমদ মোমেনশাহী প্রমুখ।
সমাবেশ শেষে সুপ্রিম কোর্ট মাজার মসজিদ থেকে বের হয়ে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম হ ম মদ আম দ র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫