সুদানের সেনাবাহিনী জানিয়েছে, আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) পোর্ট সুদান বিমানবন্দরের আশেপাশের একটি সামরিক বিমানঘাঁটি ও অন্যান্য স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

রোববার (৪ মে) সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলা হয়, পূর্বাঞ্চলীয় শহরটিতে প্রতিদ্বন্দ্বী আরএসএফের প্রথম এই হামলায় ড্রোন ব্যবহার করে বিমানঘাঁটি, পাশ্ববর্তী একটি কার্গো গুদাম এবং কিছু বেসামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছিল।

সুদানের সেনা-সমর্থিত সরকারের কেন্দ্রস্থল পোর্ট সুদানের বিমানবন্দরে আজ রোববার এই হামলা চালায় আরএসএফ।

সুদানের রাজধানী খার্তুম থেকে আল জাজিরার সাংবাদিক হিবা মরগান বলেন, “বেসামরিক এবং সামরিক উভয় বিমানবন্দর একই জায়গায় অবস্থিত। বন্দর নগরীর বাসিন্দাদের কাছ থেকে আমরা যা জানি তা হলো, আরএসএফ পাঁচটি ড্রোন উৎক্ষেপণ করেছিল এবং বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।”

তিনি বলেন, “বিমানবন্দরের একটি অংশ বেসামরিক বিমানের জন্য, তবে একই বিমানবন্দরে সামরিক বিমান অবতরণ করে। তাই, ড্রোনগুলো সামরিক বা বেসামরিক স্থাপনা বা উভয়কেই লক্ষ্য করে হামলা চালাচ্ছিল কিনা তা স্পষ্ট নয়।”

আল জাজিরার সাংবাদিক তার রিপোর্টে আরো বলেন, “হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শনিবার বিকেলে বিমান বাহিনীর প্রদর্শনীতে প্রদর্শিত যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে আরএসএফ হামলা চালিয়েছিল কিনা তা স্পষ্ট নয়।”

ফ্লাইট রাডারের নেভিগেশন তথ্য অনুসারে, পোর্ট সুদান বিমানবন্দরে অবতরণ করতে না পারার পর সুদানের একটি যাত্রীবাহী বিমানকে জেদ্দা বিমানবন্দরে পুনঃনির্দেশিত করা হয়।

তথ্য অনুসারে, বিমানটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল কিন্তু রুট পরিবর্তন করে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী তীব্র যুদ্ধে লিপ্ত রয়েছে। যুদ্ধের ফলে দেশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘ এবং স্থানীয় কর্তৃপক্ষের মতে, সুদানে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ২০ হাজারেও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং দেড় কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে মার্কিন বিশেষজ্ঞদের গবেষণায়, মোট নিহতের সংখ্যা প্রায় ১ লাখ ৩০ হাজার বলে অনুমান করা হয়েছে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কাপ্তাই হ্রদ: মৎস্য আহরণের প্রথম দিন রাজস্ব আয় ২০ লাখ টাকা

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিন রবিবার (৩ আগস্ট) কাপ্তাই হ্রদ থেকে ১০৫ মেট্রিক টন মাছ আহরণ করা হয়েছে। এ থেকে মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি অঞ্চল রাজস্ব আয় করেছে প্রায় ২০ লাখ টাকা।

গত বছর নিষেধাজ্ঞার পর কাপ্তাই হ্রদ থেকে প্রথম দিন ৬৫ মেট্রিক টন মাছ আহরণ হয়। যার বিপরীতে বিএফডিসি রাজস্ব আদায়ের পরিমাণ ছিল প্রায় ১৩ লাখ টাকা।

বিএফডিসি সূত্রে জানায়, রাঙামাটি জেলার চারটি অবতরণ কেন্দ্রের মাধ্যমে রাজস্ব আদায় করে বিএফডিসি। জেলা সদরের ঘাট ছাড়াও মারিশ্যা, কাপ্তাই ও মহালছড়ি অবতরণ উপ-কেন্দ্রের মাধ্যমে রাজস্ব আদায় করা হয়। এ বছর প্রথম দিনে রাঙামাটি ঘাটে ৬৫ মেট্রিক টন, মারিশ্যা ঘাটে ২ মেট্রিক টন, কাপ্তাই ঘাটে ৩০ মেট্রিক টন ও মহলছড়ি ঘাটে ৮ মেট্রিক টন মাছ সংগ্রহ হয়। যা থেকে রাজস্ব আদায় হয় প্রায় ২০ লাখ টাকা। 

আরো পড়ুন:

সিগারেটের করকাঠামো সংস্কারের দাবি তরুণ চিকিৎসকদের

কুড়িগ্রামে খাজনা আদায়ে ভূমি অফিসে হালখাতা 

কাপ্তাই হ্রদ বৃহত্তর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর শুক্কুর বলেন, ‘‘মাছের কালেকশন ভালো, তবে সাইজে ছোট। মাছ আহরণ বন্ধের শুরু থেকে হ্রদে বৃষ্টি থাকায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়নি। একটু রোদ পড়লেই মাছ বড় হয়ে যাবে। আশা করছি, এবছর ভালো ব্যবসা হবে।’’

কাপ্তাই হ্রদ বৃহত্তর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি কবির আহমেদ বলেন, ‘‘যা মাছ এসেছে, তার সব ছোট আকৃতির চাপিলা। এগুলো ঢাকাতে দাম পাই না। চাপিলাতে প্রতি কেজিতে রাজস্ব দিতে হয় ২১.৫০ টাকা। ঢাকা পৌঁছাতে আরো খরচ হয় কেজি প্রতি ৬০ টাকা। অর্থাৎ ঢাকা যখন পৌঁছায় তখন এর খরচ পড়ে ৮০ টাকা। এখন কত টাকা বিক্রি করব, আর জেলেদের কত টাকা দেব? সরকার যদি চাপিলাতে রাজস্ব কমিয়ে ১০ টাকা করে, তবে জেলেরা কিছু টাকা পেতো। প্রয়োজনে কাচকিতে ২ টাকা বাড়তি রাজস্ব নিক।’’

বিএফডিসির রাঙামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, ‘‘গত বছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে সাত হাজার মেট্রিক টন। আমরা ৯ হাজার মেট্রিক টন মাছ আহরণ করেছি। এবার প্রথম দিনে যে পরিমাণ মাছ আহরণ হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট। আশা করছি, এভাবে মাছ আহরণ হলে গত বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে। মাছের সাইজ একটু ছোট হলেও আশা করছি, সময় গেলে সেই সমস্যা আর থাকবে না।’’

ঢাকা/শংকর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • উড়োজাহাজে থাপ্পড়ের শিকার যাত্রীর খোঁজ মিলেছে, ঘটনার সময় ভয়ে কাঁপছিলেন তিনি
  • কাপ্তাই হ্রদ: মৎস্য আহরণের প্রথম দিন রাজস্ব আয় ২০ লাখ টাকা