বেশ কয়েক দিন থেকেই মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইনে ব্যবহৃত মেশিন লার্নিং মডেলের একটি ত্রুটির কারণে জিমেইল থেকে পাঠানো অনেক ই–মেইল স্বয়ংক্রিয়ভাবে স্প্যাম ই–মেইল হিসেবে দেখা যাচ্ছিল। ফলে প্রাপকেরা গুরুত্বপূর্ণ অনেক ই–মেইল পড়ার ক্ষেত্রে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছিলেন। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর জিমেইলে ভুয়া স্প্যাম ই–মেইল শনাক্ত হওয়ার ত্রুটি শনাক্তের পাশাপাশি সমাধান করেছে মাইক্রোসফট।

মাইক্রোসফট ৩৬৫ অ্যাডমিন সেন্টারে থাকা ‘ইএক্স১০৬৪৫৯৯’ নামের এ ত্রুটির কারণে জিমেইল থেকে পাঠানো কিছু ই–মেইল ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়ে ‘জাঙ্ক’ ফোল্ডারে জমা হচ্ছিল। বিষয়টি স্বীকার করে মাইক্রোসফট জানিয়েছে, এক্সচেঞ্জ অনলাইনে সন্দেহজনক বার্তা শনাক্তে ব্যবহৃত মেশিন লার্নিং মডেলটি সম্প্রতি কিছু ই–মেইলকে স্প্যাম হিসেবে ভুলভাবে শনাক্ত করেছে। ত্রুটিপূর্ণ মডেলটি আগের স্থিতিশীল সংস্করণে ফিরিয়ে আনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে মেশিন লার্নিং মডেলের সক্ষমতা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এক্সচেঞ্জ অনলাইনে ব্যবহৃত মেশিন লার্নিং মডেলের এ ত্রুটির কারণে কতজন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট। তবে মে মাসে প্রকাশিত মাইক্রোসফটের প্রতিবেদনে ত্রুটিটিকে ‘ইনসিডেন্ট’ হিসেবে শ্রেণিবদ্ধ করায় উল্লেখযোগ্যসংখ্যক ব্যবহারকারী এ ত্রুটির কবলে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ

এছাড়াও পড়ুন:

ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম

নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল ইসলাম।

শনিবার (২ আগস্ট) ঢাকা পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দায়িত্ব গ্রহণের সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির কর্মীরা। এ সময় ভারপ্রাপ্ত সম্পাদক পেশাগত কাজে সহযোগিতা করতে প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি অনুরোধ জানান।

মো. কামরুল ইসলাম একজন অভিজ্ঞ জনসংযোগ বিশেষজ্ঞ, যিনি কৌশলগত যোগাযোগ, মিডিয়া ব্যবস্থাপনা এবং ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে প্রায় তিন দশকের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) হিসেবে কর্মরত।

আরো পড়ুন:

সাংবাদিক সাঈদুর রহমান রিমনের জানাজা অনুষ্ঠিত

অনুমতি ছাড়া কাউন্সিলে নাম, প্রত্যাহার চেয়ে ক্ষোভ নূরুল কবীরের

তিনি ইউনাইটেড এয়ারওয়েজে ডেপুটি জেনারেল ম্যানেজার (পিআর ও মার্কেটিং সাপোর্ট) এবং জিএমজি এয়ারলাইন্সে বিভিন্ন দায়িত্বশীল পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। মিডিয়া সম্পর্ক উন্নয়ন, সংকট মোকাবিলা এবং সোশ্যাল মিডিয়া কৌশল নির্ধারণে তার দক্ষতা প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি গঠনে সহায়ক হয়েছে।

কামরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।তার লেখালেখি দক্ষতাও প্রশংসনীয়—বিমান ও পর্যটন বিষয়ে ‘Blackbox’ নামক বই এবং প্রায় ১০০টি পত্রিকায় কলাম প্রকাশিত হয়েছে। তিনি একজন জনপ্রিয় পাবলিক স্পিকার, যিনি নিয়মিত টক শো এবং কমিউনিকেশন বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করেন।

তার অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি অ্যাভিয়েশন পার্সোনালিটি অব দ্যা ইয়ার-২০২৪ সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। কামরুল ইসলাম একজন দক্ষ সংগঠক, যিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি অ্যাভিয়েশন ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

কামরুল ইসলাম ইউএস-বাংলা এয়ারলাইন্সে মহাব্যবস্থাপক (জনসংযোগ) হিসেবে কাজ করছেন দীর্ঘ সময় ধরে। তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য। এছাড়া তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) জিএস ছিলেন (১৯৯৪-৯৫), সাস্ট ক্লাব লিমিটেডের (২০১৯-২১) সাবেক প্রেসিডেন্ট।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ