সোহানদের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড ‘এ’ দল
Published: 5th, May 2025 GMT
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে জাতীয় দলের ছায়াদল নিয়ে খেলছে বাংলাদেশ। ‘এ’ দলে জায়গা পাওয়া বাংলাদেশের ১৫ জনের ১৪জনই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ওই দল নিয়ে সিলেটে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ‘এ’ দল ৩৪.৩ ওভারে ১৪৭ রান করে অলআউট হয়ে যায়। ওপেনার রিস মারিউ ৫১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। টপ ও মিডল অর্ডারের পরের চার ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হন। তারা শূন্য করে ফিরে যান।
ওপেনার ডেল ফিলিপস ৮ বল খেলে শূন্য করেন। তিনে নামা ম্যাট বয়লি ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। চারে নামা পাকিস্তানি বংশোদ্ভূত পেস অলরাউন্ডার মোহাম্মদ আব্বাস ২ বল খেলে ডাক মারেন এবং পাঁচে নামা অধিনায়ক নিক কেলি ৯ বল খেলে শূন্য রান নিয়ে আউট হন।
নিউজিল্যান্ড ‘এ’ দল ১৩ রানে হারায় ৪ উইকেট। সেখান থেকে সাতে ব্যাট করতে নামা ডিন ফক্সক্রপ ৬৪ বলে ৭২ রানের ইনিংস খেলে রান সম্মানজনক স্থানে নিয়ে যান। লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েও আউট হয়ে যান ওপেনার নাঈম শেখ ও পারভেজ ইমন। তারা যথাক্রমে ১৮ ও ২৪ রান করেন। ইমন ১২ বল খেলে ছয়টি চারের শটে ওই রান তোলেন। তিনে নামা এনামুল হক বিজয় ৪৫ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরে যান।
বিপিএলের পর দারুণ ডিপিএল মৌসুম কাটানো উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন চারে ব্যাট করতে নেমে ৬১ বলে তিন ছক্কা ও এক চারে ৪০ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। তার সঙ্গে অধিনায়ক নুরুল হাসান খেলেন অপরাজিত ২০ রানের ইনিংস। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বল হাতে খালেদ আহমেদ ও তানভীর ইসলাম তিনটি করে উইকেট নেন। শরিফুল ইসলাম ও এবাদত হোসেন নেন দুটি করে উইকেট।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ন র ইন বল খ ল উইক ট
এছাড়াও পড়ুন:
অভিনেত্রীর সাত মাসের শিশুকে নিয়ে ট্রল, সাইবার সেলে মামলা
টেলিভিশনের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের সাত মাসের সন্তানকে ঘিরে সাইবার বুলিংয়ের ঘটনা সামনে এসেছে। সদ্যোজাত পুত্রসন্তান জয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রূপ, এমনকি বর্ণবিদ্বেষমূলক ট্রল করা হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ ও মর্মাহত হয়ে সাইবার সেলে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন দেবলীনা।
দেবলীনা ও তাঁর স্বামী শাহবাজ শেখের একমাত্র সন্তান জয়। জন্মের পর থেকেই ইনস্টাগ্রামে জয়কে নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করতেন দেবলীনা। তবে সম্প্রতি ছেলের গায়ের রং নিয়ে তাঁকে টার্গেট করে ভয়ানক বর্ণবাদী মন্তব্য করতে শুরু করেন অনেকে। ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে ছোট্ট জয়কে উদ্দেশ করে ব্যবহার করা হয় অশালীন ও কুরুচিপূর্ণ শব্দ।
স্বাভাবিকভাবে একজন মা হিসেবে এই অন্যায্য আচরণ আর সহ্য করতে পারেননি দেবলীনা। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু নেতিবাচক মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করেন এবং জানান, ইতিমধ্যেই তিনি সাইবার ক্রাইম সেলে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন। দেবলীনার ভাষায়, তাঁর সন্তানের উদ্দেশে দুই হাজারের বেশি বিরূপ মন্তব্য করা হয়েছে।
ইনস্টাগ্রাম ও ফেসবুকে এ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য