ফেসবুকে বহিষ্কৃত খুবি শিক্ষার্থীর ‘হুমকি’
Published: 5th, May 2025 GMT
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বহিষ্কৃত বাংলা ডিসিপ্লিনের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমান ফেসবুকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে পরোক্ষভাবে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।  
রোববার (৪ মে) দুপুরে নিজের অবস্থান ব্যাখ্যা করে দেওয়া একটি ফেসবুক পোস্টে তাকে প্রশাসনের ওপর দায় চাপাতে এবং পরোক্ষভাবে হুমকি দিতে দেখা যায়।
ফেসবুকে অভিযুক্ত নোমান লেখেন, “প্রশাসন থেকে আমাকে যখনই ডাকবে আমি হাজির হবো। কিন্তু আমার বাড়িতে পুলিশ পাঠানো বা পরিবারকে হয়রানি করলে ক্যাম্পাসে রক্তপাতের আশঙ্কা থাকবে! এবং এর দায়ভার একান্তই খুবির অথর্ব প্রশাসনের থাকবে। মাইন্ড ইট ভেরি কেয়ারফুললি।”
আরো পড়ুন:
খুলনায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
খুলনা বিশ্ববিদ্যালয়: খেলার মাঠে নেপথ্যের নায়ক আনসার ভাই
পরে ফেসবুকে সমালোচনা শুরু হলে নোমান পোস্টে ক্যাম্পাসে রক্তপাতের আশঙ্কার বিষয়টি এডিট করেন।
নোমানের ওই পোস্টকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থী ও শিক্ষক সমাজের একাংশ মনে করছেন, এটি শুধু আত্মপক্ষ সমর্থনের চেষ্টা নয়, বরং বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও অস্থিতিশীল করার প্রচেষ্টা।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক ও সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছনার অভিযোগে শনিবার (৩ মে) বিকেলে অনুষ্ঠিত ২৩১তম জরুরি সিন্ডিকেট সভায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। একইসঙ্গে তার ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ এবং তার স্নাতক ডিগ্রির সনদপত্র স্থগিত রাখা হয়। তার বিরুদ্ধে ‘অ্যাটেম্পট টু মার্ডার’ মামলা দায়েরও হয়েছে বলে জানা গেছে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাশার বলেন, “এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। অভিযুক্ত শিক্ষার্থীর অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তার অবস্থান নিশ্চিত হলেই দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে।”
ঢাকা/হাসিব/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।