গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা
Published: 5th, May 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা হয়েছে। হাসনাত আবদুল্লাহর পক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী আল আমিন খন্দকার বাদী হয়ে সোমবার বিকেলে বাসন থানায় এই মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
এর আগে আজ সকালে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান বলেন, যে সরকারকে তারা বিদায় করেছেন, সেই সরকারের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত। তারা নানা ইস্যু তৈরি করার জন্য এই হামলা করেছেন।
তিনি বলেন, ওই ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তৌহিদ হোসেনকে ইসহাক দারের ফোন, ভারতের সঙ্গে উত্তেজনার কথা জানালেন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
ফোনালাপে ইসহাক দার ভারতের ভিত্তিহীন অভিযোগ, সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং একতরফা পদক্ষেপের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চলমান উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি দুই পক্ষকে সংযম প্রদর্শনের ওপর গুরুত্ব দেন।
তারা দু’জনই বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ ব্যাপারে নিয়মিত উচ্চ পর্যায়ে যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা আঞ্চলিক এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেন।