মিলানের ফ্লাইটে ওঠার আগেই বার্সা কোচ হ্যান্সি ফ্লিক স্কোয়াড লিস্ট জানিয়ে দিয়েছেন। দলের তারকা স্ট্রাইকার লেভানডস্কিকে নিয়েই আজ রাতে ‘ইন্টার’ পরীক্ষায় বসতে যাচ্ছেন তিনি। প্রথম লেগে নিজেদের মাঠে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করতে ঘাম ছুটে গিয়েছিল ইয়ামালদের। আজ সেখানে সান সিরোতে প্রায় ৮০ হাজার দর্শকের সামনে অগ্নিপরীক্ষা দিতে হবে বার্সাকে। 

১০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার চ্যালেঞ্জ কি আজ নিতে পারবেন ইয়ামাল-রাফিনহারা? রেকর্ড বলছে এ পর্যন্ত ইতালিয়ান এই জায়ান্টদের মাঠে গিয়ে ছয় ম্যাচের মাত্র একটিতে জিততে পেরেছে কাতালানরা। এমনকি বার্সার ইতিহাসে ইতালিতে গিয়ে সাফল্যের হার মাত্র ২১ শতাংশ; ২৪ ম্যাচে মাত্র পাঁচটিতে জয়! 

তবে যে দলে ইয়ামালের মতো কিশোর ম্যাজিশিয়ান রয়েছেন, রাফিনহার মতো ফর্মে থাকা উইঙ্গার রয়েছেন, এর সঙ্গে লেভানডস্কির প্রত্যাবর্তন– পুরো দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে আজ। অবশ্য ইন্টার মিলানও ছেড়ে দেওয়ার দল নয়, নিজেদের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গত ১৫ ম্যাচে অপরাজিত তারা। আজ একটি অপূর্ণতা নিয়েই তাদের মাঠে মানতে হবে, দলের আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লাওতারো মার্টিনেজের হালকা চোট থাকলেও গতকাল অনুশীলন করেছেন। আজ তার খেলার সম্ভাবনা রয়েছে।

চোট আঘাতের ধাক্কা বার্সাতেও রয়েছে। রক্ষণের দুই সেনানী আলেজান্দ্রো বালদে আর জুলেস কুন্দে ইনজুরির কারণে ছিটকে গেছেন। চোটের পর ফিট হয়ে লা লিগায় নামলেও চ্যাম্পিয়ন্স লিগে নাম নথিভুক্ত না করানোয় গোলরক্ষক টারস্টেগান সঙ্গী হতে পারেননি দলের সঙ্গে। ৪-২-৩-১ ফরমেশনে আজ শুরুর একাদশে ফেরান তোরেসকে নাও দেখা যেতে পারে। তবে এই মুহূর্তে তোরেসই কিন্তু ফ্লিকের অন্যতম অস্ত্র। রক্ষণে জেরার্ড মার্টিন, ইনিগো মার্টিনেজ, পাও কুবার্সি আর হেক্টর ফোর্টকে নিয়ে ইন্টার মিলানের আক্রমণ রুখে দেওয়ার কৌশল সাজাতে পারে বার্সা। 

ইন্টার মিলান কোচ সিমিওন ইনজাঘি সেখানে মাঠ সাজাতে পারেন ৩-৫-২ ফরমেশনে। মাঝমাঠে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকতে চান তিনি। চ্যাম্পিয়ন্স লিগের বড় ম্যাচগুলোতে এভাবেই মাঠ সাজিয়ে সফলতা পেয়েছেন। তা ছাড়া ইতালিয়ান ক্লাবটি দর্শকদেরও আজ প্রবল সমর্থন পাবে। এরই মধ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, তাঁর প্রিয় ক্লাব ইন্টারের ম্যাচ দেখতে মাঠে থাকবেন। 

‘সবাই জানে আমি ইন্টার মিলানের সমর্থক। দলটি আর্জেন্টাইনদেরও।’ শুধু লাওতারোর জন্যই নয়, ফিফা সভাপতি মনে করিয়ে দেন বছর ১৫ আগে যেবার ইন্টার ট্রেবল জিতেছিল, সেবার দলটিতে আর্জেন্টিনার জানেত্তি-মিলিতোরও খেলেছিলেন। এবার অবশ্য ট্রেবল জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে  ইন্টারের। বরং লিগ থেকে মনোযোগ সরিয়ে তাদের চোখ মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তবে এর আগে আজ তাদের বার্সাকে হারাতেই হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ট র ম ল ন ইন ট র ম ল ন

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো পপুলার লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ