জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীত বিভাগের চতুর্থ সংগীত উৎসব।

‘সুস্থ সংস্কৃতির বিকাশ’ প্রতিপাদ্যে সদ্য প্রয়াত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারকে উৎসর্গ করে আগামীকাল বুধবার (৭ মে) বিজ্ঞান ভবন মাঠে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড.

ঝুমুর আহমেদ।

তিনি জানান, শতাধিক শিক্ষার্থী এই উৎসবে অংশ নিচ্ছে। দীর্ঘ বিরতির পর উৎসব ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।

উৎসবটি তিনটি অধিবেশনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় সেমিনারের মাধ্যমে শুরু হবে প্রথম অধিবেশন। এতে সভাপতিত্ব করবেন বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করবেন সহকারী অধ্যাপক আলী এফএম রেজোয়ান এবং আলোচনায় অংশ নেবেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মাদ আলী নকী।

বিকেল ৩টায় দ্বিতীয় অধিবেশনে প্রয়াত প্রত্যাশা মজুমদারের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হবে সংগীতানুষ্ঠান। পরিবেশিত হবে উদ্বোধনী সংগীত ‘ধ্বনিল আহ্বান’ ও ‘ও আলোর পথযাত্রী’।

এরপর সমবেত পরিবেশনায় থাকবে রাগসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক, আধুনিক ও লোকসংগীত। এছাড়া থাকবে বিশেষ পরিবেশনা ‘সাগর বাউল’ ও ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হবে ।

প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য দেবেন কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন এবং স্বাগত বক্তব্য দেবেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আলী এফ. এম. রেজোয়ান।

উৎসবে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন খায়রুল আনাম শাকিল, লাইসা আহমেদ লিসা, প্রিয়াংকা গোপ ও সাগর দেওয়ান।

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভারতীয় এই সুন্দরীও  ‘মেট গালায়’ বাহারি সাজে হাজির হবেন

আবারও ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এবার তাঁকে ‘মেট গালা ২০২৫’-এর লালগালিচায় দেখা যাবে। সেখানে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে নিজেকে সাজাতে চলেছেন কিয়ারা।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ডট ইন এই তথ্য জানিয়েছে। আরও জানিয়েছে, গত বছর ‘কান চলচ্চিত্র উৎসব’-এর লালগালিচায় অভিষেক হয়েছিল কিয়ারার। এবার ‘মেট গালা’য় নতুন রূপে ধরা দিতে চলেছেন এই অভিনেত্রী। সে কারণে আলাদাভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। 

এদিকে শিগগিরই সিদ্ধার্থ-কিয়ারা তারকা দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। সেই অতিথির জন্য সবকিছু চাই নতুন– এই ভাবনা থেকেই ক’দিন আগে নতুন বাড়ির আবদার করেছিলেন হবু মা কিয়ারা আদভানি। ঠিকানা বদলে নতুন বাড়িতে যাওয়ার বিষয়ে আপত্তি করেননি তাঁর স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সেই বাড়ির অন্দরসজ্জার দায়িত্ব নিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। সব মিলিয়ে নতুন অতিথির জন্য জমকালো আয়োজন করে রাখছেন কিয়ারা। তবে অন্তঃসত্তা হলেও এখনও অভিনয়ের বিরতিতে যাননি। হাতে থাকা ‘টক্সিক’ ও ‘ওয়ার টু’ সিনেমার যে ক’টি দৃশ্যের শুটিং বাকি আছে, তা শেষ করে অভিনয়ে বিরতি নেবেন বলে জানিয়েছেন। তবে ‘ডন থ্রি’ থেকে সরে দাঁড়িয়েছেন।

 সাম্প্রতিক সময়ে একের পর এক সিনেমা হিট হওয়ায় বলিউডের ডাকসাইটে পরিচালক, প্রযোজকদের প্রিয় পাত্রী হয়ে উঠেছিলেন কিয়ারা আদভানি। সে কারণে পরিচালক ফারহান আখতার তাঁর ‘ডন থ্রি’ সিনেমার মুখ্য অভিনেত্রীর চরিত্রে কিয়ারাকে নির্বাচন করেছিলেন। কিয়ারা চেয়েছিলেন এমন একটি সিনেমার অংশ হতে। মাতৃত্বের কারণে শেষমেশ সিনেমাটি ছাড়তে হয়েছে তাঁকে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • জন্মদিনে নেই উৎসব, মায়ের শোকে বিষণ্ন ওমর সানী
  • মঞ্চে আসছেন জীবনানন্দ
  • ভারতীয় এই সুন্দরীও ‘মেট গালায়’ বাহারি সাজে হাজির হবেন
  • ভারতীয় এই সুন্দরীও  ‘মেট গালায়’ বাহারি সাজে হাজির হবেন