জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীত বিভাগের চতুর্থ সংগীত উৎসব।
‘সুস্থ সংস্কৃতির বিকাশ’ প্রতিপাদ্যে সদ্য প্রয়াত শিক্ষার্থী প্রত্যাশা মজুমদারকে উৎসর্গ করে আগামীকাল বুধবার (৭ মে) বিজ্ঞান ভবন মাঠে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড.
তিনি জানান, শতাধিক শিক্ষার্থী এই উৎসবে অংশ নিচ্ছে। দীর্ঘ বিরতির পর উৎসব ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।
উৎসবটি তিনটি অধিবেশনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় সেমিনারের মাধ্যমে শুরু হবে প্রথম অধিবেশন। এতে সভাপতিত্ব করবেন বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করবেন সহকারী অধ্যাপক আলী এফএম রেজোয়ান এবং আলোচনায় অংশ নেবেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মাদ আলী নকী।
বিকেল ৩টায় দ্বিতীয় অধিবেশনে প্রয়াত প্রত্যাশা মজুমদারের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হবে সংগীতানুষ্ঠান। পরিবেশিত হবে উদ্বোধনী সংগীত ‘ধ্বনিল আহ্বান’ ও ‘ও আলোর পথযাত্রী’।
এরপর সমবেত পরিবেশনায় থাকবে রাগসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক, আধুনিক ও লোকসংগীত। এছাড়া থাকবে বিশেষ পরিবেশনা ‘সাগর বাউল’ ও ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হবে ।
প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য দেবেন কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন এবং স্বাগত বক্তব্য দেবেন সংগীত বিভাগের সহকারী অধ্যাপক আলী এফ. এম. রেজোয়ান।
উৎসবে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন খায়রুল আনাম শাকিল, লাইসা আহমেদ লিসা, প্রিয়াংকা গোপ ও সাগর দেওয়ান।
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড
অস্কারজয়ী হলিউড অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রে প্রোভো শহরে নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
তার মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তিনি মারা গেছেন। অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস ও এবিসি নিউজ।
আরো পড়ুন:
আলোচনায় বাগদানের আংটি: টেইলর সুইফট-কেলসে কত টাকার মালিক?
বাগদান সারলেন গায়িকা টেইলর সুইফট
১৯৬৩ সালে ‘বেয়ারফট ইন দ্য পার্ক’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা ১৯৬৭ সালে চলচ্চিত্রে রূপ নেয়। সত্তর দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। ১৯৭৩ ‘দ্য স্টিং’ তাকে এনে দিয়েছিল অস্কারের সেরা অভিনেতা মনোনয়ন।
১৯৮০ সালে ‘ওর্ডিনারি পিপল’ পরিচালনার জন্য তিনি সেরা পরিচালক হিসেবে অস্কার জেতেন। ছবিটি সে বছর সেরা চলচ্চিত্রের পুরস্কারও পায়। ১৯৯৪ সালে ‘কুইজ শো’ পরিচালনা করে আবারও মনোনয়ন পান।
১৯৮৫ সালে তিনি ‘আউট অব আফ্রিকা’ সিনেমায় অভিনয় করেন। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে অস্কার লাভ করে। তিনি ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান’ এরপর অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।
শুধু অভিনেতা-পরিচালক নন, স্বাধীন সিনেমার পৃষ্ঠপোষক হিসেবেও তিনি খ্যাত। যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সানড্যান্স চলচ্চিত্র উৎসব’–এর প্রতিষ্ঠাতাও তিনি। অভিনয় থেকে উপার্জিত অর্থ দিয়ে তিনি এটি প্রতিষ্ঠা করেন।
২০০২ সালে তিনি সম্মানসূচক অস্কার লাভ করেন। এছাড়া তিনি তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি বাফটা পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন।
ঢাকা/এসবি