ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বারামুল্লা জেলার প্রধান হাসপাতালে চিকিৎসাধীন বদরুদ্দিন নায়েক ও তার পরিবারের দুই সদস্য। তার বাড়ি নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত সালামাবাদে। তিনি বিবিসিকে জানান, বুধবার ভোরে একটি আর্টিলারি শেল তার বাড়িতে আঘাত হানে। বদরুদ্দিন ও  তার আট বছরের ছেলের মাথায় আঘাত লেগেছে। এছাড়া তার শ্যালিকার বুকে রক্ত জমাট বেঁধেছে। তার অস্ত্রোপচার চলছে।

তিনি বলেন, ‘আমাদের ঘর পুড়ে গেছে, কিন্তু ভাগ্যক্রমে আমরা বেঁচে আছি।’

হামলা আহত আরও চারজন এই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন সীমান্তবর্তী উরির বাসিন্দা মঞ্জুর। তার বয়স ১৮ বছর। বাড়ির দোতলায় ঘুমাচ্ছিলেন তিনি, সেই সময় জানালা দিয়ে একটি স্প্লিন্টার এসে তার হাতে আঘাত করে।

চিকিৎসকরা জানিয়েছেন, স্প্লিন্টারটি অপসারণের করতে হলে অস্ত্রোপচার করতে হবে।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান। পাকিস্তান জানিয়েছে, তাদের ২৬ জন নিহত হয়েছেন। অন্যদিকে ভারতের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের কামানের গোলা হামলায় ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় ৪৩ জন আহত হয়েছেন।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর ওনসান থেকে স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিট নাগাদ ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়েছিল এবং সমুদ্রে পড়ার আগে ৮০০ কিলোমিটার পর্যন্ত উড়েছিল।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের মুখপাত্র লি সুং-জুন সনাক্ত করা ক্ষেপণাস্ত্রের সঠিক সংখ্যা বা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে উৎক্ষেপণটি রপ্তানির উদ্দেশ্যে তৈরি ক্ষেপণাস্ত্রের কর্মক্ষমতা এবং উড়ানের স্থিতিশীলতা পরীক্ষা করার জন্য হতে পারে বলে জানানো হয়েছে।

জাপান সরকার জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সনাক্ত করেছে, যা অনিয়মিত গতিপথে উড়েছিল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিষিদ্ধ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ং সব পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ