পিএসএলের ভেন্যুতেও ড্রোন হামলা, ফিরিয়ে আনা হচ্ছে রিশাদ–নাহিদকে
Published: 8th, May 2025 GMT
পাকিস্তানে ভারতের ক্ষেপনাস্ত্র হামলার পর থেকেই পিএসএলে খেলতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে উদ্বেগ বাড়ছিল। এ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে যোগাযোগ রাখছিল বিসিবি। পিসিবিও ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছিল। রিশাদ, নাহিদ রানাও জানিয়েছিলেন; পাকিস্তানে তাঁদের কোনো সমস্যা হচ্ছে না।
কিন্তু আজ ভারতের ড্রোন হামলার পর পরিস্থিতি পাল্টে গেছে। শেষ পর্যন্ত পিএসএল শেষ না করেই দেশে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদকে। বিসিবির একটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।
ক্ষেপনাস্ত্র হামলার পর আজ পাকিস্তানে ড্রোন হামলাও চালিয়েছে ভারত। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম লাগোয়া ফুড স্ট্রিটের একটি ভবন। এই ঘটনার পর রাউয়ালপিন্ডি স্টেডিয়ামের আজকের ম্যাচ স্থগিত করা হয়েছে। কাল এ মাঠেই মুখোমুখি হওয়ার কথা রিশাদের দল লাহোর কালান্দার্স ও নাহিদ রানার দল পেশোয়ার জালমির।
ড্রোন হামলার পর পিএসএলে খেলতে যাওয়া সব বিদেশী ক্রিকেটারের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্র জানিয়েছে, পিসিবি কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন টুর্নামেন্টে খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা। কর্মকর্তারা তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করলেও ক্রিকেটাররা তাতে সন্তুষ্ট হতে পারেননি।
বাংলাদেশের দুই ক্রিকেটারও বিসিবিকে তাঁদের ফিরে আসার ইচ্ছের কথা জানিয়েছেন বলে জানা গেছে। বিসিবিও সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। পিএসএল থেকে বাংলাদেশের এই দুই ক্রিকেটার যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসছেন, এটা নিশ্চিত। কবে, কখন, কিভাবে তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায়, বিসিবি এখন সেসব নিয়েই কাজ করছে।
ওদিকে পিসিবির মুখপাত্র আমির মীর পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনকে বলেছেন, ‘আকাশসীমা সংক্রান্ত জটিলতার কারণে বিদেশী ক্রিকেটারদের এখন দেশ (পাকিস্তান) ছাড়ার কোনো সুযোগ নেই। তবে তারা এখানে পাকিস্তান সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে আছে।’
এর আগে কাল বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গে সভার পর বোর্ড সভাপতি ফারুক আহমেদ প্রথম আলোকে বলেছিলেন, রিশাদ–নাহিদ রানার সঙ্গে তাঁর কথা হয়েছে। দুজনই তাঁকে জানিয়েছেন তাঁরা সেখানে ভালো আছেন। এরপর আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুটি পোস্টেও রিশাদ সেরকমই বুঝিয়েছেন। তিনি লিখেছেন, ‘সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’ এর আগে রাওয়ালপিন্ডির জিমে নাহিদকে নিয়েও একটি ছবি দিয়েছেন রিশাদ, যার ক্যাপশন, ‘ভ্রাতৃত্ব’।
এসব পোস্ট দেখে মনে হচ্ছিল, পাকিস্তানে নিরাপদেই আছেন রিশাদ ও নাহিদ রানা। কিন্তু ভারতের ড্রোন হামলা পিএসএলের ভেন্যুতেই আঘাত করার পর সেখানে আর নিরাপদ বোধ করার কোনো কারণ নেই তাঁদের।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসএল
এছাড়াও পড়ুন:
হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে গেল আইপিএল ম্যাচ
আইপিএলের ৫৮তম ম্যাচে আজ বৃহস্পতিবার (০৮ মে) রাতে ধর্মশালায় মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। ম্যাচটিতে টস জিতে পাঞ্জাব ব্যাট করতে নামে। ১০.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১২২ রান তোলার পর হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। আর সেই বিদ্যুৎ বিভ্রাট আর ঠিক হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই ম্যাচটি আর আগানো যায়নি। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় ধর্মশালায় কিছুটা নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারণে এই ভেন্যুতে আগামী রোববারের পরবর্তী ম্যাচ (পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্স) সরিয়ে নেওয়া হয়েছে আহমেদাবাদে। কিন্তু আজকের ম্যাচটি হওয়ার কথা ছিল যথানিয়মে। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেটি আর সম্ভব হয়নি।
এদিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলার কারণে পাকিস্তান সুপার লিগের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় করাচিতে। আজ রাওয়ালপিন্ডি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করাচি কিংস ও পেশাওয়ার জালমির ম্যাচ। কিন্তু সেটি স্থগিত করা হয়েছে। পিএসএলের পরবর্তী আটটি ম্যাচ করাচি কিংবা, দুবাই কিংবা দোহায় অনুষ্ঠিত হতে পারে।
আরো পড়ুন:
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, পিএসএলের ভেন্যু বদল
শনিবার বোর্ড মিটিং, পাকিস্তান সফরের সিদ্ধান্ত নিবে বিসিবি
ঢাকা/আমিনুল